সোমবার, ৮ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা
টিকা গ্রহণ করে বিশিষ্টজনরা যা বললেন

টিকা নিয়েছি, কোনো সমস্যা নেই

-প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে কভিড-১৯-এর টিকা নিয়েছেন। তাঁরা গতকাল বেলা ৩টার দিকে হাসপাতালটির অধ্যক্ষের কক্ষে এ টিকা নেন। টিকা নেওয়া শেষে প্রধান বিচারপতি ও তাঁর স্ত্রী হাসপাতালের অধ্যক্ষের কক্ষেই প্রায় আধা ঘণ্টা বিশ্রাম নেন। তারপর ফেরার সময় সৈয়দ মাহমুদ              হোসেন সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। কোনো শারীরিক সমস্যা হচ্ছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আমি টিকা নিয়েছি। আমার স্ত্রীও টিকা নিয়েছেন। কোনো সমস্যা হয়নি।’ প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সাংবাদিকদের বলেন, দেশের সর্বোচ্চ আদালত হলো আপিল বিভাগ। আপিল বিভাগের আমিসহ প্রত্যেকে টিকা নিয়েছেন। আমি দেশবাসীকে বলব, যাতে সবাই তাড়াতাড়ি নিবন্ধন করেন। আপিল বিভাগে সাতজন ও হাই কোর্ট বিভাগে প্রায় ৪০ জনের মতো টিকা নিয়েছেন। প্রধান বিচারপতি আরও বলেন, স্বল্পোন্নত দেশের মধ্যে বাংলাদেশে সবার আগে টিকা দেওয়া হয়েছে। এটা প্রধানমন্ত্রীর বিশাল কৃতিত্ব।

সর্বশেষ খবর