সোমবার, ৮ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা
গণফোরাম থেকে পদত্যাগ

সুশাসন প্রতিষ্ঠায় কাজ করব : রেজা কিবরিয়া

নিজস্ব প্রতিবেদক

সুশাসন প্রতিষ্ঠায় কাজ করব : রেজা কিবরিয়া

গণফোরাম থেকে পদত্যাগ করলেন দলীয় সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া। দলের সভাপতি ড. কামাল হোসেনের কাছে গত শনিবার পদত্যাগপত্র জমা দেন তিনি। গতকাল ড. রেজা কিবরিয়া বাংলাদেশ প্রতিদিনকে বলেন, গণফোরাম ছেড়ে দিলেও আমার বাবা শাহ এ এম এস কিবরিয়ার মতো আমিও জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই। বাংলাদেশে যারা গণতন্ত্র, সামাজিক ন্যায় বিচার ও সুশাসন প্রতিষ্ঠায় কাজ করছেন, আমি তাদের সঙ্গে কাজ করতে চাই। বৃহত্তর জনস্বার্থে দেশের বিরোধী দলগুলোর ভূমিকা সন্তোষজনক নয় বলে মন্তব্য করে তিনি বলেন, সরকারবিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়ার মতো কোনো নেতা এখন বাংলাদেশের রাজনীতিতে নেই। যারা আছেন, তাদের কেউ চলেন ব্যালেন্স করে, আবার কেউ চলেন গা বাঁচিয়ে। তাদের দিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনার মতো সম্ভাবনা একেবারেই ক্ষীণ।

পদত্যাগের পর কী করবেন জানতে চাইলে ড. রেজা কিবরিয়া বলেন, কী করব এখনো ঠিক করিনি। কভিড-১৯ পরিস্থিতির কিছুটা উন্নতি হলে ঠিক করব। এই মুহূর্তে কোনো কিছু চিন্তা করছি না। গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, আমাকে দলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের সুযোগ করে দেওয়ার জন্য আমি ড. কামাল হোসেন ও গণফোরামের নেতাদের প্রতি গভীরভাবে কৃতজ্ঞ। গত ১৮ মাস ড. কামাল হোসেনের সঙ্গে কাজ করতে পেরে আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি। ড. রেজা কিবরিয়া বলেন, আমি বিদেশে বিশ্বব্যাংকসহ আন্তর্জাতিক সংস্থায় বিশেষজ্ঞ পর্যায়ে বড় বড় পদ-পদবি ছেড়ে দেশে ফিরে এসেছি শুধুমাত্র দেশের মানুষের সেবা করার উদ্দেশ্যে। আমার মনে হয়েছে, নিজ দেশের জনগণের জন্য কাজ করার সময় এসেছে। তিনি বলেন, গণফোরামের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেছি এবং আমার পদত্যাগপত্র দলের সভাপতি ড. কামাল হোসেনের কাছে ইতিমধ্যে জমা দিয়েছি। আমি গণফোরামের সব সদস্যপদ থেকেও ইস্তফা দিয়েছি। অর্থাৎ গণফোরামের রাজনীতি থেকে বিদায় নিয়েছি। তবে ড. কামাল হোসেনের সঙ্গে আমার সম্পর্ক অটুট থাকবে। কারণ এটি দীর্ঘ ৪৫ বছরের সম্পর্ক। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গণফোরামে যোগ দেন রেজা কিবরিয়া। তাকে প্রেসিডিয়াম সদস্য করা হয়েছিল। তিনি ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে হবিগঞ্জ-২ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। নির্বাচনের পর ২০১৯ সালের ৬ এপ্রিল বিশেষ কাউন্সিলের মাধ্যমে ড. কামাল হোসেন মোস্তফা মহসিন মন্টুকে সরিয়ে ড. রেজা কিবরিয়াকে গণফোরামের সাধারণ সম্পাদক করেন। ড. রেজা কিবরিয়াকে সাধারণ সম্পাদক নির্বাচিত করায় গণফোরামের মধ্যে বিভক্তি সৃষ্টি হয়। এ নিয়ে পাল্টা-পাল্টি বহিষ্কার ও বর্ধিত সভা হয়। এ রকম পরিস্থিতির মধ্যে ড. কামাল হোসেন দুই গ্রুপকে একত্রীভূত করে কাজ করার ঐক্য প্রক্রিয়ার কাজ চলমান থাকার মধ্যে ড. রেজা কিবরিয়ার এই পদত্যাগের ঘোষণা এলো। এর আগে বিশ্বব্যাংক, আইএমএফসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানে বিশেষজ্ঞ পর্যায়ে কাজ করেছেন ড. রেজা কিবরিয়া।

সর্বশেষ খবর