বুধবার, ১০ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

টিকা চাই ১৮ বছরের ওপরে সবার জন্য

-ডা. জাফরুল্লাহ চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

টিকা চাই ১৮ বছরের ওপরে সবার জন্য

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ১৮ বছরের ওপরে সবারই গণটিকার ব্যবস্থা গ্রহণ করা জরুরি। এ নিয়ে ওয়েবসাইটে আগে থেকেই রেজিস্ট্রেশনের কোনো প্রয়োজন নেই। ভোটার আইডি কার্ড নিয়ে গেলেই টিকা দেওয়ার ব্যবস্থা গ্রহণ করতে হবে। অনেকেই টিকা নিয়েছেন, এখনো নিচ্ছেন। আমিও নিয়েছি। ভয়ের কিছু নেই। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী যদি টিকা নিতেন, তা হলে দেশের মানুষ আরও বেশি সাহস পেত। আমি আশা করছি, প্রধানমন্ত্রী শিগগিরই টিকা নেবেন। গতকাল সন্ধ্যায় বাংলাদেশ প্রতিদিনকে প্রবীণ এ চিকিৎসক এসব কথা বলেন। গত রবিবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের (বিএসএমএমইউ) টিকাদান কেন্দ্রে টিকা নেন ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, আমি দেশবাসীকে বলব, টিকা সবাই নিন, কোনো ভয় নেই। এটি (টিকা) আপনার অধিকার। যার যেদিন সময় হবে, টিকা নিয়ে নেবেন। তিনি বলেন, আমি মনে করি, রিকশাওয়ালা, যারা বাড়িতে কাজ করেন তারা, সাধারণ খেটে খাওয়া মানুষরাও টিকা যেন পান সে ব্যবস্থা করতে হবে। যারা অবস্থাবান না, যাদের অর্থনৈতিক সামর্থ্য নেই, তাদের টিকা পাওয়া নিশ্চিত করতে হবে। ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ৫০ লাখ টিকার মেয়াদ শেষ হয়ে যাবে এপ্রিলে। এরমধ্যে এ টিকা জনগণকে দিতে হবে। এরপর আরও টিকা আসবে। কিন্তু রেজিস্ট্রেশন সেই অনুযায়ী হচ্ছে না। এটা আরও বাড়াতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর