বুধবার, ১০ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

গাবতলী-নবীনগর মহাসড়ক ১০ লেনে উন্নীত হবে : কাদের

নিজস্ব প্রতিবেদক

গাবতলী থেকে নবীনগর পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার সড়ক (ঢাকা-আরিচা মহাসড়ক) ১০ লেনে উন্নীত করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, গাবতলী সেতুকে আট লেনের করা হবে, যা বাংলাদেশের প্রথম কোনো আট লেনের সেতু হবে। গতকাল দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাভারের আমিনবাজারে চার লেনবিশিষ্ট সালেহপুর সেতু-২-এর নির্মাণকাজ উদ্বোধন শেষে তিনি এ কথা জানান। ওবায়দুল কাদের বলেন, গাবতলী থেকে নবীনগর পর্যন্ত মহাসড়ক ১০ লেনে উন্নীত করার পরিকল্পনা নিয়েছে সরকার। ইতিমধ্যে সম্ভাব্যতা  যাচাইয়ের কাজ শেষ হয়েছে। এখানে একটি বিষয় রয়েছে, গাবতলী সেতুটি অত্যন্ত ব্যস্ত। একে আমরা সাজাতে চাই। সে কারণে বাংলাদেশের প্রথম আট লেনের সেতু হতে যাচ্ছে গাবতলী সেতু এবং এটিও প্রক্রিয়াধীন। তিনি বলেন, নবীনগর থেকে পাটুরিয়া পর্যন্ত মহাসড়ককে জাপানের অর্থায়নে জিটুজি ভিত্তিতে চার লেনে উন্নীত করা হবে।

ওবায়দুল কাদের বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে আওয়ামী লীগের কর্মসূচি বিএনপির পাল্টাপাল্টি নয়। আমাদের এ কর্মসূচি পূর্বনির্ধারিত এবং প্রতি বছরের মতো তা পালন করা হবে। কর্মসূচি ঘোষণা দিয়ে বিএনপি নেতারা এখন বলছেন সংগঠনকে গুছিয়ে আন্দোলনে নামবেন। তাদের এমন অজুহাতেই এক যুগ পেরোল। জনগণ এখন বুঝে গেছে বিএনপির আন্দোলনের সক্ষমতা কতটুকু। তিনি বলেন, জনগণ এখন তাদের উদ্দেশ্য নিয়ে সন্দিহান। দলীয় নেত্রীর মুক্তির জন্য তাদের আগ্রহ যতটা না বেশি তার চেয়ে বেশি আগ্রহ সরকারের বিরোধিতায়। বিএনপি নেতারা কী চান তা তারাও জানেন না। সামাজিক যোগাযোগমাধ্যমেই তারা সীমাবদ্ধ। বিএনপিকে অপরাজনীতি এবং ষড়যন্ত্র ও অপপ্রচারে বিনিয়োগ না করে জনঘনিষ্ঠ ইস্যুতে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, বিরোধী দল হিসেবে দায়িত্বশীল ভূমিকা পালন করুন।

সর্বশেষ খবর