শুক্রবার, ১২ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা
বড় পরিবর্তন নিয়ে মাঠে টাইগাররা

এবার লড়ছেন বোনার

ক্রীড়া প্রতিবেদক

কাইলি মেয়ার্স ও এনক্রুমা বোনারের অবিশ্বাস্য ব্যাটিংয়ে ব্যাকফুটে থেকেও চট্টগ্রাম টেস্ট জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। চট্টগ্রাম টেস্টের আত্মবিশ্বাস নিয়ে মিরপুরে খেলছে ক্যারিবীয়রা। আগের টেস্টের মতো প্রত্যয়ী ব্যাটিং করতে পারেননি ডাবল সেঞ্চুরিয়ান মেয়ার্স। কিন্তু চট্টগ্রামের ধারাবাহিকতা ধরে রেখেছেন বোনার। ৩২ বছর বয়সী বোনারের ব্যাটিং দৃঢ়তায় মিরপুর টেস্টের প্রথম দিনটি নিজেদের করে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। বোনারের হাফসেঞ্চুরিতে প্রথম দিন ক্যারিবীয়রা পার করেছে ৫ উইকেটে ২২৩ রান তুলে। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির অপেক্ষায় বোনার অপরাজিত রয়েছেন ৭৪ রানে।

চট্টগ্রামে হারের ধাক্কা সামলে নিতে একাদশে বড়সড় পরিবর্তন আনে মুমিনুল বাহিনী। ইনজুরির জন্য টেস্ট থেকে সরে গেছেন সাকিব আল হাসান ও সাদমান ইসলাম। দুজনের জায়গা পূরণে স্কোয়াডের বাইরে থেকে আনা হয়েছে সৌম্য সরকারকে। সৌম্যকে দলে ফেরানোয় অনেকে বিস্মিত হলেও তাকে নিয়েই একাদশ সাজিয়েছে টিম ম্যানেজমেন্ট। স্কোয়াডে থাকার পরও কোচের পছন্দ হয়নি বলে সুযোগ পাননি সাইফ হাসান। সৌম্য ব্যাটিংয়ে ওপেন করবেন সাদমানের জায়গায়। অকেশনাল বোলার হিসেবেও তিনি বোলিং করেছেন। সাকিবের জায়গায় মিডল অর্ডারে নেওয়া হয়েছে মোহাম্মদ মিঠুনকে। দলে তৃতীয় পরিবর্তন মুস্তাফিজুর রহমান। চট্টগ্রামে ম্লান পারফরম্যান্সের জন্য বাদ দেওয়া হয়েছে কাটার মাস্টারকে। তার জায়গায় নেওয়া হয়েছে সুইং বোলার আবু জায়েদ রাহীকে। টাইগারদের তিন পরিবর্তনের টেস্টে ক্যারিবীয়দের একটি পরিবর্তন রয়েছে একাদশে। অভিজ্ঞ পেসার কেমার রোচের জায়গায় নেওয়া হয়েছে আলঝারি জোসেফকে। মিরপুরে টস জিতে ব্যাট করতে নামে ক্যারিবীয়রা। দুই ওপেনার অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েট ও জন ক্যাম্পবেল ৬৬ রান যোগ করে শক্ত ভিত দেন দলকে। ক্যাম্পবেলকে লেগ বিফোরের ফাঁদে ফেলে স্বাগতিকদের ম্যাচে ফেরান তাইজুল ইসলাম। প্রথম সেশন ১ উইকেটে ৮৪ রান তুলে পার করে সফরকারীরা। দ্বিতীয় সেশনে ৩ উইকেট তুলে স্বস্তিতে ফেরে মুমিনুল বাহিনী। কিন্তু শেষ সেশনে বোনারের দৃঢ়তায় মাত্র ১ উইকেট হারায় ক্যারিবীয়রা। বোনার একাই লড়াই করে দলকে নিয়ে যান টেনে। অপরাজিত রয়েছেন ৭৪ রানে। রয়েছে ৬টি বাউন্ডারি। চট্টগ্রাম টেস্টের দুই ইনিংসে তার স্কোর ছিল ১৭ ও ৮৬। দ্বিতীয় ইনিংসে মেয়ার্সের সঙ্গে ২১৪ রানে জুটি গড়ে দলকে অবিশ্বাস্য জয় উপহার দেন।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর