শিরোনাম
শুক্রবার, ১২ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

ঝিনাইদহে নিহত বেড়ে ১২, শোকের মাতম

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার এলাকায় বাস ও ট্রাকের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১২ জন হয়েছে। এর মধ্যে পাঁচজনই মাস্টার্সের শিক্ষার্থী। তারা যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজের ছাত্র। পরীক্ষা শেষ করে বাড়িতে ফিরছিলেন তারা। নিহতদের বাড়িতে বাড়িতে এখন চলছে শোকের মাতম।

নিহত পাঁচ শিক্ষার্থী হলেন- কালীগঞ্জ উপজেলার বড় ভাটপাড়া গ্রামের রণজিত দাসের ছেলে সনাতন দাশ ওরফে সোনা (২৫), একই উপজেলার স্টেশনপাড়া সুন্দরপুর গ্রামের ইছাহাক মন্ডলের ছেলে মোস্তাফিজুর রহমান কল্লোল (২৫), ঝিনাইদহ সদরের নাথকুন্ডু গ্রামের ইউনুস আলী (২৪), চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ গ্রামের আবদুর রশিদের মেয়ে রেশমা (২৬) ও কোটচাঁদপুর উপজেলার হরিণদিয়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে হারুনুর রশিদ সোহাগ (২৪)। এ ছাড়া অন্য নিহতরা হলেন- চুয়াডাঙ্গা আলমডাঙ্গা উপজেলার নাগদাহ গ্রামের জান্নাতুল বিশ্বাসের ছেলে ওয়ালিউল আলম শুভ (২৫), শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামের মৃত মহরম বিশ্বাসের ছেলে আবদুল আজিজ (৬৫), বাসের ড্রাইভার মাগুরা জেলার উজ্জ্বল হোসেন (৩৫), কালীগঞ্জ উপজেলার জগন্নাথপুর গ্রামের আবদুল আজিজ (২৬), যশোরের মনিরামপুর এলাকার শিলা খাতুন (২৮), ভাশুরের মেয়ে খাদিজা খাতুন (৭) ও নড়াইলের আবদুর রশিদ মোড়ল।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর