শুক্রবার, ১২ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

বাকস্বাধীনতা বলতে নিরঙ্কুশ কিছু নেই

নিজস্ব প্রতিবেদক

বাকস্বাধীনতা বলতে নিরঙ্কুশ কিছু নেই

বাকস্বাধীনতার নামে ক্ষতি করার অধিকার কারও নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। গতকাল সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বিবিসির একটি প্রতিবেদন শেয়ার করে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। সজীব ওয়াজেদ জয় লিখেছেন, ‘কোনো দেশেই বাকস্বাধীনতা  বলতে নিরঙ্কুশ কিছু নেই। কারও ক্ষতি করার অধিকার আপনার নেই।’ পোস্টে তিনি বলেছেন, ‘অনলাইনে এক পোস্টের মাধ্যমে আইন লঙ্ঘনের অভিযোগে ফ্রান্সে বিখ্যাত এক রাজনৈতিক নেতাকে বিচারের সম্মুখীন করা হয়েছে। আমরা ফ্রান্স ও জার্মানির মতো ইউরোপীয় দেশের আদলে আমাদের ডিজিটাল নিরাপত্তা আইন তৈরি করেছি।’ জয় লিখেছেন, ‘যারা আমাদের ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে অভিযোগ করে আসছেন তাদের উচিত তাদের পশ্চিমা প্রভুদের কাছে কান্নাকাটি বন্ধ করা। তাদের বেশির ভাগ পশ্চিমা প্রভুর দেশে একই ধরনের আইন রয়েছে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর