শুক্রবার, ১২ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

জিয়াকে বীরশ্রেষ্ঠ উপাধি দেওয়া হবে

নিজস্ব প্রতিবেদক

জিয়াকে বীরশ্রেষ্ঠ উপাধি দেওয়া হবে

মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্রীয় খেতাব বাতিলের সিদ্ধান্ত থেকে সরে আসতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) ড. অলি আহমদ বীরবিক্রম। তিনি বলেন, অন্যথায় ভবিষ্যতে সরকার পরিবর্তনের পর অনন্য অবদানের জন্য তাঁকে মরণোত্তর  ‘বীরশ্রেষ্ঠ’ উপাধিতে ভূষিত করা হবে। গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। কর্নেল (অব.) অলি আহমদ বলেন, জ্বলন্ত আগুনে হাত দিলে হাত পুড়ে যায়। আশা করি সরকার ভুলেও সে কাজটি করবে না। যদি কোনো কারণে জিয়াউর রহমানের রাষ্ট্রীয় খেতাব বাতিল হয়, ভবিষ্যতে সরকার পরিবর্তনের পর অনন্য অবদানের জন্য তাঁকে মরণোত্তর ‘বীরশ্রেষ্ঠ’ উপাধিতে ভূষিত করা হবে। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) মঙ্গলবার এক সভায় বঙ্গবন্ধুর হত্যাকারীদের সহায়তা করার দায়ে জিয়াউর রহমানের রাষ্ট্রীয় খেতাব বীর উত্তম বাতিলের সিদ্ধান্ত নেয়। এ সম্পর্কে প্রশ্ন রেখে কর্নেল অলি বলেন, স্বাধীনতার ৫০ বছর পর সরকার হঠাৎ এ ধরনের দুঃস্বপ্ন কেন দেখছে?

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর