শনিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

বাংলাদেশের সঙ্গে ভ্যাকসিন নিয়ে ঘনিষ্ঠ আলোচনায় চীন

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের সঙ্গে ভ্যাকসিন নিয়ে ঘনিষ্ঠ আলোচনায় চীন

রাষ্ট্রদূত লি জিমিং

ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং জানিয়েছেন, করোনা ভ্যাকসিন সহায়তা নিয়ে বাংলাদেশের সঙ্গে চীনের ঘনিষ্ঠ আলোচনা চলছে। তিনি বলেন, চীন গ্যাভি-কোভেক্স ফ্যাসিলিটির মাধ্যমে উন্নয়নশীল দেশগুলোকে ১ কোটি ভ্যাকসিন সরবরাহের ঘোষণা দিয়েছে। এ ছাড়া ভ্যাকসিন সহায়তা নিয়ে আমরা এখন বাংলাদেশ সরকারের সঙ্গে ঘনিষ্ঠ আলোচনা করছি।

গতকাল চীনা নববর্ষ উপলক্ষে দেওয়া এক ভিডিও বার্তায় এ সব কথা বলেন তিনি। লি জিমিং আরও বলেন, আজ চীনের নববর্ষ। এ দিনটি চীনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। এ বছরের নববর্ষ ষাঁড় বা গরুর বছর হিসেবে চিহ্নিত হয়েছে। শুভ নববর্ষ!’

সর্বশেষ খবর