শনিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট

মুশফিক মিথুনই এখন ভরসা

ক্রীড়া প্রতিবেদক

চট্টগ্রাম টেস্টের চার দিন চালকের আসনে বসেও জিততে পারেনি বাংলাদেশ। হেরে যায়। মিরপুর টেস্টে জিততে মরিয়া মুমিনুল বাহিনী খেলতে নামে একাধিক পরিবর্তন নিয়ে। কিন্তু এ পরিবর্তনে কোনো লাভ হয়নি টাইগারদের। দুই দিন শেষে উল্টো চাপে পড়েছেন মুমিনুলরা। আজ তৃতীয় দিন ফলোঅন এড়াতে খেলতে নামবে স্বাগতিকরা। এজন্য দরকার আরও ১০৫ রান। হাতে আছে ৬ উইকেট। ব্যাট করছেন দেশের অন্যতম সেরা ব্যাটসম্যান মুশফিকুর রহিম ২৭ ও মোহাম্মদ মিথুন ৬ রানে। এই দুই ব্যাটসম্যানের দিকে তাকিয়ে আছে টাইগাররা। এর আগে এনক্রুমাহ বোনার, জশুয়া ডি সিলভা ও আলজারি জোশেফের হাফসেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৪০৯ রান করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ১০৫ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ।

স্কোয়াডে ছিলেন না সৌম্য সরকার। তারপরও সাকিব আল হাসান ও সাদমান ইসলামের ইনজুরিতে সুযোগ পান বাঁ-হাতি ব্যাটসম্যান। শুধু সুযোগই পাননি, ওপেনও করেন। অথচ দলে পরীক্ষিত ওপেনার সাইফ হাসান ছিলেন। কিন্তু টিম ম্যানেজমেন্ট আস্থা রাখেন সৌম্যর ওপর। আস্থার প্রতিদান দিতে পারেননি। মাত্র ৪ বল খেলে সাজঘরে ফেরেন ব্যক্তিগত শূন্য রানে। ব্যর্থ হয়েছেন ওয়ানডাউনে নাজমুল হাসান শান্তও। নতুন বলে দুই তরুণের বিদায়ের পর তামিম ও মুমিনুল চেষ্টা করেছেন জুটি বাঁধতে। তৃতীয় উইকেট জুটিতে দুই বাঁ-হাতি যোগ করেন ৫৮ রান। কিন্তু মাত্র ৬ বলের মধ্যে ২ রানের ব্যবধানে দুজনেই ফিরলে বিপদে পড়ে টাইগাররা। যদিও শেষ ঘণ্টা ২০.১ ওভার ব্যাটিং করে অবিচ্ছিন্ন থেকে দিন পার করেন মুশফিক ও মিথুন। এর আগে আগের দিন ৫ উইকেটে ২২৩ রান নিয়ে খেলতে নেমে স্কোর বোর্ডে আরও ১৮৬ রান যোগ করে সফরকারীরা। আগের দিন ৭৪ রানে অপরাজিত থাকা বোনার আউট হন ব্যক্তিগত ৯০ রানে। ২০৯ বল স্থায়ী ইনিংসটিতে ছিল ৭টি চার। বোনারের বিদায়ের পর সপ্তম উইকেট জুটিতে সিলভা ও জোসেফ যোগ করেন ১১৮ রান। দুজনেই হাফসেঞ্চুরি করেন। ডি সিলভা ৯২ রান করে তাইজুলের বলে বোল্ড হওয়ার আগে ১৮৭ বলে ১০টি চার মারেন। চট্টগ্রাম টেস্ট খেলেননি জোশেফ। মিরপুরে খেলতে নেমেই বাজিমাত করেন ৮২ রানের লড়াকু ইনিংস খেলে। টাইগারদের পক্ষে ৪টি করে উইকেট নেন পেসার আবু জায়েদ রাহী ও তাইজুল ইসলাম।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর