রবিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

ম্যাচে ফিরেছে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

মিরপুর টেস্টের তৃতীয় দিন শেষ। দিন শেষে হার-জিতের সম্ভাব্যতা যাচাইয়ে ওয়েস্ট ইন্ডিজের দিকে ৪৪ শতাংশ হেলে আছে ম্যাচটি। বাংলাদেশের দিকে ৪১ শতাংশ। অথচ সফরকারী ক্যারিবীয়রা দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামার আগে পুরোপুরি ব্যাকফুটে ছিল মুমিনুল বাহিনী। যদিও সপ্তম উইকেট জুটিতে লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ স্বপ্ন দেখাচ্ছিলেন টাইগারদের। কিন্তু চা বিরতির পর হঠাৎ করেই তাসের ঘরের মতো শেষ ৫ উইকেট মাত্র ৩৩ বলের মধ্যে এবং ১৫ রানের ব্যবধানে হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়েছিলেন মুমিনুলরা। ১১৩ রানে পিছিয়ে ফিল্ডিংয়ে নেমেই স্বাগতিকদের ম্যাচে ফেরান তিন স্পিনার নাঈম হাসান, মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম। স্বাগতিকদের ঘূর্ণিতে ৪১ রানে ৩ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে সফরকারীরা। সব মিলিয়ে তৃতীয় দিন শেষে ১৫৪ রানে এগিয়ে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

প্রথম ইনিংসে ৪০৯ রান করে ক্যারিবীয়রা। জবাবে ২৯৬ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। এই রানটিও হতো না। কিন্তু সপ্তম উইকেট জুটিতে লিটন ও মিরাজ ১২৬ রান যোগ করে দলকে নিয়ে যান সম্মানজনক অবস্থানে। দলীয় ২৮১ রানে লিটনের বিদায়ের পর শেষ সেশনে টাইগারদের প্রতিরোধ ভেঙে যায়। ৩০০-এর আগে গুটিয়ে যায় টাইগাররা। এর মধ্যে মুশফিকুর রহিম ৫৪, লিটন ৭১ ও মিরাজ ৫৭ রান করেন। ৭১ রানের ইনিংস খেলার পথে ১৫ নম্বর টাইগার ক্রিকেটার হিসেবে হাজার রানের মাইলফলক গড়েন লিটন। চট্টগ্রামে সেঞ্চুরির পর মিরপুরেও হাফসেঞ্চুরি করেন মিরাজ। তবে তৃতীয় দিনটি তার ক্রিকেট ক্যারিয়ারের বিশেষ দিন। গতকাল মোশলেকে আউট করার চতুর্থ টাইগার বোলার হিসেবে টেস্টে ১০০ উইকটে নেন। যা টাইগারদের পক্ষে দ্রুততম শততম উইকেট নিয়েছেন। এর আগে সাকিব আল হাসান ২১০, তাইজুল ইসলাম ১২৩ ও মোহাম্মদ রফিক ১০০ উইকেট নিয়েছেন। প্রথম ইনিংসে ২টি এবং গতকাল ১ উইকেট নেন মিরাজ।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর