রবিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

আওয়ামী লীগ বিএনপি থেকে জাপার ভাবমূর্তি পরিচ্ছন্ন

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগ বিএনপি থেকে জাপার ভাবমূর্তি পরিচ্ছন্ন

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, আওয়ামী লীগ ও বিএনপির চেয়ে দেশের মানুষের কাছে জাতীয় পার্টির ভাবমূর্তি অত্যন্ত পরিচ্ছন্ন। তাই আগামী দিনের রাজনীতিতে জাতীয় পার্টি সম্ভাবনাময় রাজনৈতিক শক্তি। গতকাল পার্টির বনানী কার্যালয় মিলনায়তনে দলীয় সংসদ সদস্যদের সঙ্গে এক সভায় তিনি এ কথা বলেন। জি এম কাদের বলেন, দেশের মানুষ আগ্রহভরে জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছে। দেশের তরুণসমাজের সামনেও জাতীয় পার্টি অত্যন্ত আকর্ষণীয়। এ ছাড়া সমাজে পরিচ্ছন্ন ভাবমূর্তির বিশিষ্টজনেরাও জাতীয় পার্টিতে যোগ দিতে আগ্রহ প্রকাশ করছেন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাও যোগ দিতে যোগাযোগ অব্যাহত রেখেছেন। তিনি বলেন, জাতীয় পার্টির সামনে যে সম্ভাবনা সৃষ্টি হয়েছে তা ধরে রাখতে হবে। প্রতিটি ইউনিটে জাতীয় পার্টিসহ সব অঙ্গ ও সহযোগী সংগঠনকে শক্তিশালী করতে হবে। জাতীয় পার্টিকে একটি রাজনৈতিক শক্তিতে পরিণত করতে দলীয় সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সৈয়দ আবু হোসেন বাবলা, মুজিবুল হক চুন্নু, সালমা ইসলাম, গোলাম কিবরিয়া টিপু এমপি, ফখরুল ইমাম, মসিউর রহমান রাঙ্গা, নাসরিন জাহান রত্না, লিয়াকত হোসেন খোকা, পীর ফজলুর রহমান মিসবাহ, রওশন আরা মান্নান, শফিকুল ইসলাম জিন্নাহ, নুরুল ইসলাম তালুকদার, নাজমা আখতার, পনির উদ্দিন আহমেদ।

সর্বশেষ খবর