মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

নকল প্রসাধনীর কারখানা ১৪ লাখ টাকা জরিমানা

চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক

ঢাকার কেরানীগঞ্জ এলাকায় চারটি নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান চালিয়ে ১৪ লাখ টাকা জরিমানাসহ চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রায় ৫০ লাখ টাকার নকল প্রসাধনী সামগ্রী জব্দ করা হয়। গত রবিবার রাতে র‌্যাব-১০-এর সহযোগিতায় এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম। তিনি বলেন, রবিবার রাতে কেরানীগঞ্জ মডেল থানার মদিনা নগরের দাওসুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন নামিদামি কোম্পানির নাম ব্যবহার করে এবং বিএসটিআইয়ের অনুমোদনহীন নকল প্রসাধনী উৎপাদন, মজুদ ও বিক্রির অভিযোগে চারটি কারখানাকে ১৪ লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া একজনকে ১ বছর ৬ মাস ও তিনজনকে ৬ মাস করে কারাদন্ড দেওয়া করা হয়। অভিযানে প্রতিষ্ঠানগুলো থেকে আনুমানিক ৫০ লাখ টাকার নকল ও ভেজাল প্রসাধনী ও প্রসাধনী তৈরির সরঞ্জামাদি জব্দ করে চারটি গোডাউন সিলগালা করা হয়।

রাজধানীতে সাড়ে ৬ হাজার ইয়াবাসহ আটক ১ : রাজধানীর বনশ্রীতে ৬ হাজার ৬৪৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। গতকাল সকালে বনশ্রীর আবাসিক এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ ফজলে কাদের ওরফে জুয়েল (৩৯) নামে একজনকে আটক করা হয়।  র‌্যাব-১০ এর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জুয়েল নামে ওই মাদক ব্যবসায়ীকে আটকের সময় চারটি মোবাইলফোন ও নগদ ১ লাখ ৯১ হাজার ৯০০ টাকা জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি নিজেকে পেশাদার মাদক ব্যবসায়ী হিসেবে স্বীকার করেছেন। তিনি দীর্ঘদিন ধরে ঢাকা ও এর আশপাশের এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন।      

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর