বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

সিলেটে মাইক্রোবাস স্ট্যান্ড উচ্ছেদ নিয়ে তুলকালাম

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটে মাইক্রোবাস স্ট্যান্ড উচ্ছেদ নিয়ে তুলকালাম

সিলেটে গাড়ি ভাঙচুর -বাংলাদেশ প্রতিদিন

সিলেট নগরীর চৌহাট্টা থেকে মাইক্রোবাস স্ট্যান্ড উচ্ছেদ করা নিয়ে তুলকালাম কান্ড ঘটেছে। স্ট্যান্ড উচ্ছেদে বাধা দিয়ে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরীর ওপর হামলার চেষ্টা চালিয়েছে পরিবহন শ্রমিকরা। পরে সিটি করপোরেশনের শ্রমিক, পরিবহন শ্রমিক ও পুলিশের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। সংঘর্ষ চলাকালে চৌহাট্টা ও আম্বরখানাসহ বিভিন্ন স্থানে অন্তত ৫০টি গাড়ি ভাঙচুর হয়েছে। পরিবহন শ্রমিকদের পক্ষে সংঘর্ষে অংশ নেওয়া মহানগর স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে আগ্নেয়াস্ত্রসহ আটক করেছে পুলিশ। গত কয়েক দিন ধরে চলছে সিলেট নগরীর চৌহাট্টা-আম্বরখানা সড়কে চলছে সৌন্দর্যবর্ধনের কাজ। এর অংশ হিসেবে গত রবিবার সিটি মেয়র আরিফুল হক চৌধুরী চৌহাট্টার অবৈধ স্ট্যান্ড থেকে মাইক্রোবাস সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়ে আসেন। কিন্তু মেয়রের নির্দেশ না মেনে চালকরা সড়কের একপাশ দখল করে মাইক্রোবাস রাখেন। গতকাল সকালে সিটি করপোরেশনের শ্রমিকরা রাস্তায় কাজ করতে গেলে বাধা দেন পরিবহন শ্রমিকরা। খবর পেয়ে সেখানে সিটি মেয়র আরিফুল হক চৌধুরী ও কয়েকজন কাউন্সিলর যান। এ সময় পরিবহন শ্রমিকরাও জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন।

একপর্যায়ে পরিবহন শ্রমিকরা একজন কাউন্সিলরকে ধাক্কা দেন ও ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। এ সময় সিটি করপোরেশনের শ্রমিকরাও পাল্টা ইটপাটকেল নিক্ষেপ শুরু করলে শুরু হয় সংঘর্ষ। সংঘর্ষ চলাকালে চৌহাট্টা ও আম্বরখানাসহ বিভিন্ন স্থানে অন্তত ৫০টি গাড়ি ভাঙচুর হয়। এ সময় ফয়সল আহমদ ফাহাদ নামের এক পরিবহন শ্রমিককে আগ্নেয়াস্ত্রসহ আটক করে পুলিশ। তিনি মহানগর স্বেচ্ছাসেবক লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক। পরে পুলিশ ধাওয়া দিয়ে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিবহন শ্রমিকদের অভিযোগ, চার দশকের বেশি সময় ধরে তারা চৌহাট্টায় রাস্তার পাশে মাইক্রোবাস রাখছেন। সিটি মেয়রের কাছে তারা স্ট্যান্ডের জন্য নির্ধারিত জায়গা চেয়েছিল কিন্তু মেয়র স্ট্যান্ডের জায়গা দেননি। বিকল্প জায়গার ব্যবস্থা না করে মেয়রের নির্দেশে সিটি করপোরেশনের শ্রমিকরা হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর করেছে। সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ জানান, পরিবহন শ্রমিকরা দীর্ঘদিন ধরে রাস্তা দখল করে গাড়ি রাখছে। তাদেরকে অনেকবার বুঝিয়ে বলার পরও তারা রাস্তা থেকে সরছে না। গতকাল সিটি করপোরেশনের শ্রমিকরা কাজে গেলে তারা বাধা দেয় এবং জনপ্রতিনিধি ও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ‘মাইক্রোবাস স্ট্যান্ডের জন্য বিকল্প জায়গা দেখা হচ্ছে- এটা পরিবহন শ্রমিকদের বুঝিয়ে বলা হয়েছে। তারাও চৌহাট্টার রাস্তা থেকে সরে যেতে রাজি হয়েছিল। কিন্তু গতকাল শ্রমিকরা কাজে যাওয়ার পর তারা বাধা দেয় এবং হঠাৎ করে হামলা চালায়।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর