বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

যুক্তরাজ্য ২০২৭ সাল পর্যন্ত জিএসপি সুবিধা দেবে

নিজস্ব প্রতিবেদক

যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন জানিয়েছেন, বাংলাদেশ মধ্য আয়ের দেশে উন্নীত হলেও ২০২৭ সাল পর্যন্ত যুক্তরাজ্যে অগ্রাধিকারমূলক বাজার (জিএসপি) সুবিধা পাবে। দুই ধাপে তিন বছর করে বাংলাদেশের পণ্য যুক্তরাজ্যের বাজারে জিএসপি পাবে।

গতকাল সকালে যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট ডিকসন তার বাসায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ-যুক্তরাজ্য বাণিজ্য ও বিনিয়োগ সংলাপ অনুষ্ঠানের পর বিষয়টি নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে ব্রিটিশ হাইকমিশন। রবার্ট ডিকসন বলেন, বাংলাদেশকে প্রথম ধাপে ২০২৪ সাল আর দ্বিতীয় ধাপে ২০২৭ সাল পর্যন্ত জিএসপি সুবিধা দেওয়া হবে। এরপর কী ধরনের সুবিধা দেওয়া হবে সেটি পরবর্তীতে তার দেশের বাণিজ্য নীতি অনুযায়ী নির্ধারণ হবে বলে জানান তিনি। বাংলাদেশে উচ্চশিক্ষায় বিনিয়োগ প্রসঙ্গে ব্রিটিশ হাইকমিশনার জানান, বাংলাদেশে যুক্তরাজ্যের অনেক কোম্পানি ব্যবসা-বিনিয়োগে আগ্রহী। বিশেষ করে যুক্তরাজ্যের ৯টি বিশ্ববিদ্যালয় এখানে শাখা খোলার আগ্রহ প্রকাশ করেছে। এসব শাখা খোলা হলে বাংলাদেশের শিক্ষার্থীরা বিশ্বমানের শিক্ষা লাভের সুযোগ পাবে। ব্রিটিশ হাইকমিশনার বলেন, কারিগরি ও পেশাগত কাজের জন্য বিশেষায়িত যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলো বাংলাদেশে এসে শ্রীলঙ্কা ও মালয়েশিয়ার মতো সাফল্য নিশ্চিত করতে চায়। তারা এখানে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক মানের শিক্ষার সুযোগ নিশ্চিত করবে। তবে এক্ষেত্রে কিছু প্রক্রিয়াগত সমস্যা আছে এবং তা অচিরেই দূর হয়ে যাবে বলে প্রত্যাশা করেন তিনি। এক প্রশ্নের জবাবে ব্রিটিশ হাইকমিশনার জানান, বাংলাদেশে বিনিয়োগে বেশকিছু প্রতিবন্ধকতা রয়েছে। এর মধ্যে আমলাতান্ত্রিক জটিলতা, বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়হীনতা, ট্যাক্সেশনে জটিলতা ইত্যাদি রয়েছে। এসব বিষয়ে পদক্ষেপ নিলে বিনিয়োগ আরও বাড়বে বলে জানান তিনি। ডিকসন জানান, বাংলাদেশ-যুক্তরাজ্যের বর্তমানে বছরে বাণিজ্যের পরিমাণ ৩৪০  কোটি পাউন্ড। এর মধ্যে বাংলাদেশ সে দেশে রপ্তানি করেছে ২৮০ কোটি পাউন্ডের পণ্য। আর যুক্তরাজ্য থেকে আমদানি করেছে ৬৩ কোটি পাউন্ডের পণ্য। মূলত যুক্তরাজ্যে বাংলাদেশের রপ্তানির অধিকাংশই হচ্ছে তৈরি পোশাক। আর বাংলাদেশে দ্বিতীয় বৃহত্তম বিদেশি বিনিয়োগকারী দেশ হচ্ছে যুক্তরাজ্য।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর