বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

ব্যতিক্রম শুধু ট্রাম্প

লাবলু আনসার, যুক্তরাষ্ট্র

ব্যতিক্রম শুধু ট্রাম্প

নির্বাচনে জয়ী হওয়ার পর যুক্তরাষ্ট্রের সাবেক সব জীবিত প্রেসিডেন্টই জো বাইডেনকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন। শুধু একজন করেননি। তবে বাইডেন সেই প্রেসিডেন্টের নাম উল্লেখ করেননি।

গত ১৬ ফেব্রুয়ারি রাতে সিএনএনের টাউন হল মিটিংয়ে উপস্থাপক ও পরিচালক এন্ডারসন কুপার তাঁর কাছে জানতে চেয়েছিলেন, বাইডেনও কি সাবেক প্রেসিডেন্টদের ফোন করেছিলেন? জবাবে বাইডেন বলেন, ‘জি, করেছি।’ তবে তিনি কারও নাম উল্লেখ না করে শুধু বলেন, ‘বিশেষ কোনো আলাপ করিনি। একেবারেই ব্যক্তিগত আলাপ। তারা সবাই ফোন ধরেছিলেন। ব্যতিক্রম শুধু একজন। অন্যরাও আমাকে ফিরতি কল করেছিলেন ওই একজন বাদে।’ এ সময় নীরবতা পালন করতে থাকায় উপস্থিত সুধীজনে হাসির জোয়ার বইয়ে যায়। কেননা সবাই অনুধাবনে সক্ষম হয়েছেন যে, ফোন না ধরা এবং নিজে থেকে অভিনন্দন জ্ঞাপনের জন্য ফোন না করা ব্যক্তিটি আর কেউ নন, তিনি ছিলেন ডোনাল্ড ট্রাম্প। সোয়া ঘণ্টা স্থায়ী এই টাউন হল মিটিং হয় উইসকনসিন স্টেটের মিলওয়াকিতে। ২০ জানুয়ারি ক্ষমতা গ্রহণের পর এটিই ছিল বাইডেনের হোয়াইট হাউসের বাইরে কোনো অনুষ্ঠানে অংশ নেওয়া। করোনার কারণে সবকিছুই তিনি ভার্চুয়ালে করছেন। এ সময় তিনি করোনা পরিস্থিতির আলোকে বলেন, জুলাইয়ের মধ্যেই সব আমেরিকানকে টিকা প্রদান করা সম্ভব হলে সামনের ডিসেম্বরের মধ্যে আমেরিকানরা স্বাভাবিক জীবনে ফিরতে সক্ষম হবেন। তবে তিনি উল্লেখ করেন যে, সবটাই নির্ভর করছে স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর। সবাইকে মাস্ক পরতে হবে, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। ঘন ঘন হাত ধুতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠান খোলা প্রসঙ্গে বাইডেন বললেন, কেজি থেকে অষ্টম গ্রেড পর্যন্ত খোলার চেষ্টা চলছে। এজন্য শিক্ষক, কর্মচারীদের টিকা প্রদান এবং শিক্ষাপ্রতিষ্ঠানকে স্বাস্থ্যসম্মত করা হচ্ছে। এরপর নবম থেকে দ্বাদশ গ্রেড পর্যন্ত ক্লাস চালুতে কিছুটা সময় লাগবে। মাধ্যমিক এবং হাইস্কুলগুলোর ক্লাস ছোট আকারে করা হবে। ফলে সপ্তাহে ৫ দিন হয়তো ক্লাস পরিচালনা করা সম্ভব হবে না। কারণ, এই বয়সীরা অবাধ মেলামেশার সুযোগ পেলেই সংক্রমণের হার চরমে উঠবে। সেদিকে খেয়াল রেখেই পরিকল্পনা নেওয়া হচ্ছে নিরাপদে ক্লাস চালুর ব্যাপারে। টিকা প্রদানে বর্ণবৈষম্যের অভিযোগ প্রসঙ্গে বাইডেন বলেছেন, সেটি দূর করতে প্রত্যন্ত অঞ্চলের কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রসমূহেও টিকাদান কেন্দ্র চালু করা হচ্ছে।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর