শুক্রবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

ভ্যাকসিন নিতে লোকজন আমেরিকা থেকে বাংলাদেশে এসেছে : পররাষ্ট্রমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক

আমেরিকা থেকেও কিছু প্রবাসীর টিকা নিতে বাংলাদেশে আসার খবর জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। গতকাল করোনাভাইরাসের টিকা নিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আপনারা জেনে তাজ্জব হবেন আমেরিকার কিছু লোক বাংলাদেশে এসেছেন টিকা নেওয়ার জন্য। আমি জিজ্ঞেস করলাম আপনি আমেরিকা থেকে এ দেশে এসেছেন কেন, ভ্যাকসিন নিতে? বললেন, ওখানে ভ্যাকসিন কত মাস পরে যে দেবে আমি জানি না। এ ফাঁকে আমি দেশেও এলাম, ভ্যাকসিনও নিলাম। গতকাল মহাখালীতে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে বিদেশি কূটনীতিকদের সঙ্গে টিকা নেন পররাষ্ট্রমন্ত্রী। দ্বিতীয় দিনের মতো এ কর্মসূচিতে টিকা নেন ঢাকায় ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিকসনসহ বিভিন্ন দূতাবাসের কূটনীতিক। টিকা দেওয়ার ক্ষেত্রে সরকারের দ্রুত পদক্ষেপের কথা তুলে ধরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, টিকাদান শুরুর দুই সপ্তাহের মাথায় ১৫ লাখের বেশি মানুষ টিকা নিয়েছেন। ঢাকার বাইরে বিভিন্ন জেলা থেকেও সুচারুভাবে টিকাদান কর্মসূচি চলার কথা শোনা যাচ্ছে। তিনি বলেন, পৃথিবীর মধ্যে মাত্র ৩০-৩৫টি দেশে টিকা আছে। উন্নত দেশেও অনেকে ভ্যাকসিন পায়নি। আমাদের প্রধানমন্ত্রীর দূরদর্শিতার জন্য বাংলাদেশ পেয়েছে। সব দেশ যাতে ভ্যাকসিন পায় সেজন্য বাংলাদেশের পক্ষ থেকে জোরালো আহ্বান জানানো হয়েছে মন্তব্য করে তিনি বলেন, আমরা মনে করি এটা জনগণের সম্পত্তি, কেউ যাতে পেছনে পড়ে না থাকে এবং ভ্যাকসিন পায়। বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বাস করেন একজন লোক যদি অসুস্থ থাকে তাহলে এ রোগ দূর হয়নি। আমরা এ জন্য প্রত্যেক লোককে ভ্যাকসিন দিতে চাই। এ জন্য আমাদের প্রয়োজন প্রতিটি দেশের সঙ্গে বড় অংশীদারি। রাজনৈতিক নেতৃত্বের প্রতিশ্রুতি আমরা চাই প্রতিটি দেশের, যে পারবে একে অন্যকে সাহায্য করবে এ ব্যাপারে। এ ব্যাপারে কেউ ছাড় দেওয়া উচিত না। বিদেশি মিশনের কর্মীরা কোন প্রক্রিয়ায় টিকা নেবেন এমন প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের মন্ত্রণালয় প্রতিটি মিশনকে জানিয়ে দিয়েছে অমুক জায়গায় ভ্যাকসিন দেওয়া হবে। তোমরা তোমাদের ডকুমেন্ট নিয়ে রেজিস্ট্রি করে চলে আসবে। হাসপাতাল সব সময় প্রস্তুত ভ্যাকসিন দেওয়ার জন্য।

যারা কূটনীতিক নন তাদেরও ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা সরকার করে দেবে জানিয়ে তিনি বলেন, ইতিমধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত রাশিয়ার নাগরিকদের জন্য সে দেশের স্পুটনিক-৫ টিকা আনার অনুমোদন দেওয়া হয়েছে। যারা ডিপ্লোম্যাট নন তাদেরও কীভাবে আমরা অ্যাকোমোডেট করতে পারি সে ব্যাপারে আমরা কিছু সিদ্ধান্ত নেব। আমরা তাদেরও সহযোগিতা করব।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর