শুক্রবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

সার্কভুক্ত দেশের চিকিৎসকদের জন্য বিশেষ ভিসা

নয়াদিল্লি প্রতিনিধি

সার্কভুক্ত দেশের চিকিৎসকদের জন্য বিশেষ ভিসা

সার্কভুক্ত দেশগুলোর চিকিৎসক ও নার্সদের জন্য বিশেষ ভিসাব্যবস্থা প্রবর্তনের প্রস্তাব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এতে কভিডের মতো মহামারীর সময়ে জরুরি প্রয়োজনে কোনো রাষ্ট্রের অনুরোধে তাদের দ্রুত পাঠানো যাবে। প্রধানমন্ত্রী মোদি গতকাল সার্কসহ ভারত মহাসাগরের কয়েকটি দেশের স্বাস্থ্য কর্মকর্তা  ও বিশেষজ্ঞদের এক ভার্চুয়াল সম্মেলনে এ প্রস্তাব দেন। এর সঙ্গে তিনি এও বলেন, ‘প্রতিটি দেশের বিমান পরিবহন মন্ত্রণালয় বিশেষ মেডিকেল অ্যাম্বুলেন্স বিমান পরিষেবা চালু করতে পারে।’ তিনি কভিড ভ্যাকসিনের উপযোগিতা সম্পর্কে প্রতিটি দেশ থেকে একটি সমীক্ষা রিপোর্ট চেয়েছেন, বিশেষ করে ভারত যেসব দেশে ভ্যাকসিন দিয়েছে। সম্মেলনে সার্ক সদস্য বাংলাদেশ, আফগানিস্তান, ভুটান, নেপাল, মালদ্বীপ, পাকিস্তান, শ্রীলঙ্কাসহ মরিশাস, সিসিলস অংশগ্রহণ করে। প্রধানমন্ত্রী মোদি ভবিষ্যতে মহামারীর মতো বিপদ রুখতে একটি আঞ্চলিক মঞ্চ গড়ারও প্রস্তাব দেন। তিনি বলেন, মার্চে কভিড ধরা পড়ার পর অনেকেই ভেবেছিল আমাদের মতো ঘনবসতিপূর্ণ দেশগুলোয় মড়ক লাগবে। কিন্তু সে আশঙ্কা ব্যর্থ হয়েছে। সার্ক দেশগুলো প্রথম মিলিত হয়ে একটি জরুরি তহবিল গড়ে তোলে। সার্কভুক্ত সব দেশ এতে অংশগ্রহণ করে। সে অর্থ থেকে ওষুধ, পিপিই কিটস, প্রয়োজনীয় প্রতিষেধক দেওয়া হয়, সব দেশের স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা হয়। কোনো বিশেষ দেশের নাম উল্লেখ না করে মোদি বলেন, আমাদের সম্মিলিত প্রচেষ্টায় এ অঞ্চলে মৃতের সংখ্যা সবচেয়ে কম। তিনি প্রস্তাব দেন সব দেশের জনস্বাস্থ্যসংক্রান্ত সব প্রকল্প অন্য দেশে প্রয়োগের। অংশগ্রহণকারী দেশগুলোর প্রতিনিধিরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলেছেন, নিজ নিজ দেশের রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে পরামর্শ করে তারা এ বিষয়ে অগ্রসর হবেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর