শনিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

বিএনপি আন্দোলনের ইস্যু সংকটে

নিজস্ব প্রতিবেদক

বিএনপি আন্দোলনের ইস্যু সংকটে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনমুখী রাজনীতির কারণে বিএনপির আন্দোলনের ইস্যু সংকটে পড়েছে। তাই একবার এই ইস্যু, আরেকবার ওই ইস্যু খুঁজছে তারা। ইস্যু নির্বাচন করতে তারা এক যুগ কাটিয়ে দিয়েছে। বিএনপির আন্দোলন সুদূর পরাহত। তাই তাদের আন্দোলন দূর আকাশের নীলিমা, যা দেখা যায় কিন্তু ছোঁয়া যায় না। গতকাল সংসদ ভবনের সরকারি বাসভবন থেকে সমসাময়িক ইস্যুতে অনলাইন ব্রিফিংয়ে ওবায়দুল কাদের এসব কথা বলেন। বিএনপির এক দফা আন্দোলনের প্রস্তুতির বিষয়ে ওবায়দুল কাদের বলেন, এক দফা বলুন আর ১১ দফা বলুন, বিএনপির আন্দোলনের মরা গাঙে আর জোয়ার আসবে না। তথাকথিত এক দফার আন্দোলনও জনবিচ্ছিন্নতায় মুখ থুবড়ে পড়বে। আন্দোলন-সংগ্রামের বড় শক্তি জনগণ উল্লেখ করে তিনি বলেন, তাদের অপরাজনীতির জন্য জনগণ বিএনপির কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি জনগণের আস্থা শতভাগ। সাম্প্রতিক পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকে বিপুল ভোটে বিজয়ী এরই নজির। যে কোনো জনঘনিষ্ঠ ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবার আগে রেসপন্স করেন। বিএনপির আন্দোলন সুদূরপরাহত। তাদের আন্দোলন দূর আকাশের নীলিমা, যা দেখা যায় কিন্তু ছোঁয়া যায় না। সরকার বিএনপিকে মাঠে নামতে দিচ্ছে না এমন অভিযোগের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘তারা অভিযোগ করে সরকার নাকি তাদের মাঠে নামতে দিচ্ছে না। আর অভিযোগ করছে তারা বরিশাল বিভাগীয় সমাবেশের মঞ্চ থেকেই। আমরা বলতে চাই, সরকার যদি না দিতে চাইত তাহলে এ সমাবেশ আপনারা করলেন কী করে! তারা সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করল। ঢাকা শহরে প্রতিনিয়ত মিটিং-মিছিল করছে। চিরাচরিত মিথ্যাচারের তুবড়ি বাজাচ্ছে। মাঠে নামতে দিচ্ছে না সরকার- এ কথা বলে বেড়াচ্ছে। আসলে অতীতের ব্যর্থতায় সামনের নির্বাচন ও আন্দোলনে ভরাডুবি আঁচ করতে পেরে মিথ্যাচারের ভাঙা রেকর্ড বাজাচ্ছে তারা।’ ‘শেখ হাসিনার সরকার দেউলিয়াত্বের শেষ পর্যায়ে’- বিএনপির এমন অভিযোগের জবাবে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, ‘শেখ হাসিনার সরকার নয়, বিএনপির রাজনীতি এখন গভীর সমুদ্রে কম্পাসহীন নাবিকের মতো। মিথ্যাচার তাদের রাজনীতি গ্রাস করেছে। নেতাদের ওপর কর্মীদের চরম আস্থাহীনতা। গঠনতন্ত্রে অযোগ্যতা বিষয়ক ধারা থেকে দুর্নীতিবাজ শব্দ বাদ দিয়ে বিএনপি আজ আত্মস্বীকৃত দুর্নীতিবাজ বলে প্রতিষ্ঠা করেছে নিজেদের।’ তিনি বলেন, ক্ষমতার জন্য বিদেশি দূতাবাসের সহযোগিতা চাওয়ার দিনই তাদের দেউলিয়াত্ব স্পষ্ট হয়ে উঠেছে। এখন তারা রাজনীতি করে না। রাজনীতি করার ক্ষমতার জন্য তাদের টার্গেট দুর্নীতি, আর নির্ভরতা বিদেশি প্রভুদের প্রতি।

সর্বশেষ খবর