রবিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

কেমন আছেন গাফ্ফার চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

কেমন আছেন গাফ্ফার চৌধুরী

ভালো নেই ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানের রচয়িতা সাংবাদিক ও কলামিস্ট আবদুল গাফ্ফার চৌধুরী। বার্ধক্যজনিত নানা রোগে ভুগছেন তিনি। লন্ডনের বাড়িতে শুয়ে-বসেই বেশির ভাগ সময় কাটছে যুক্তরাজ্য প্রবাসী এ প্রগতিশীল লেখকের। কিছু দিন পর পরই ছুটতে হচ্ছে হাসপাতালে। লেখালেখিও খুব একটা করতে পারছেন না।  গতকাল সন্ধ্যায় টেলিফোনে তিনি নিজেই বাংলাদেশ প্রতিদিনকে জানান তার শারীরিক অবস্থা।

টেলিফোনে আলাপকালে ৮৬ বছর বয়েসী এ লেখকের কণ্ঠ অনেকটা দুর্বল মনে হয়। কেমন আছেন প্রশ্ন করতেই প্রথম বাক্যে বলেন, ‘ভালো নেই’। তিনি জানান, মিডলসেক্সের এজোয়ারের মেথুইন রোডের ৫৬ নম্বর বাসায় অনেকটা শুয়ে-বসেই দিন কাটছে তার। গ্যাস্ট্রিক, বাত, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, শ্বাসতন্ত্রের সমস্যাসহ নানা রোগ জেকে বসেছে। ‘এই ভালো, এই খারাপ’ অবস্থা। এখন রোগগুলো কিছুটা নিয়ন্ত্রণে আছে। তবে উপসর্গগুলো রয়ে গেছে। শরীর দুর্বল। প্রায়ই হাসপাতালে যেতে হচ্ছে। ১০-১২ দিন আগে একবার হাসপাতালে গিয়ে বিভিন্ন পরীক্ষা করিয়ে এসেছেন। সামনের সপ্তাহে আবার যেতে হবে। চিকিৎসক জানিয়েছেন, বার্ধক্যজনিত সমস্যা, একেবারে মুক্তি সম্ভব না। বর্তমানে চার মেয়ে তার দেখাশোনা করছেন। এ ছাড়া জাহানারা নামের এক আত্মীয় সার্বক্ষণিক তার দেখভাল করেন।

অসুস্থতার কারণে খুব বেশি সময় কথা বলতে পারেননি একুশের গানের রচয়িতা গাফ্ফার চৌধুরী। কাজের স্বীকৃতি হিসেবে প্রগতিশীল এ লেখক ও কলামিস্ট বঙ্গবন্ধু পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার, একুশে পদক, স্বাধীনতা পদক, মানিক মিয়া পদক, ইউনেস্কো পুরস্কার, যুক্তরাজ্যের ফ্রিডম অব বারা (টাওয়ার হ্যামলেটস) উপাধিসহ দেশ-বিদেশে বিভিন্ন সম্মাননা পেয়েছেন।

সর্বশেষ খবর