সোমবার, ২২ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

সাংবাদিক হত্যার বিচার দাবিতে নোয়াখালীতে মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি

পেশাগত দায়িত্ব পালনকালে কোম্পানীগঞ্জে গুলিবিদ্ধ সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কিরের মৃত্যুকে ‘হত্যা’ অভিহিত করে দোষীদের গ্রেফতার ও বিচার দাবিতে নোয়াখালী প্রেস ক্লাবের আয়োজনে গতকাল জেলায় সাংবাদিকরা মানববন্ধন করেছেন। মুজাক্কির গুলিবিদ্ধ হন গত শুক্রবার। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় শনিবার তিনি মারা যান। চরফকিরায় তার গ্রামের বাড়িতে লাশ রবিবার রাতে এসে পৌঁছায়। পরে জানাযা শেষে তাকে পারিবারিক গোরস্তানে দাফন করা হয়। মুজাক্কির হত্যায় এখনো মামলা হয়নি। মৃত্যুর খবর পাওয়ার পর থেকে মোজাক্কিরের মা মমতাজ বেগম, বোন, ভাই ও স্বজনদের আহাজারি চলছে। শোকে বিহ্বল মা মমতাজ বেগম ও বাবা নওয়াব আলী মাস্টার সন্তান হারানোর বেদনায় বারবার মূর্ছা যাচ্ছেন। মুজাক্কির সাত ভাই-বোনের মধ্যে সবার ছোট। তিনি ২০২০ সালে নোয়াখালী বিশ্ববিদ্যালয় কলেজ থেকে প্রথম শ্রেণিতে অনার্স পাস করে ¯œাতকোত্তর ডিগ্রিতে পড়াশোনা করছিলেন। তিনি অনলাইন নিউজ পোর্টাল বার্তা বাজার ডটকমের নিজস্ব প্রতিবেদক ছিলেন। একই দাবিতে কোম্পানীগঞ্জ ও চাটখিলসহ জেলার বিভিন্ন স্থানে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেন সাংবাদিকরা। গত শুক্রবার বিকালে কোম্পানীগঞ্জ উপজেলার চাপরাশির হাট পূর্ব বাজারে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ চলাকালে সংবাদ সংগ্রহের সময় বোরহান উদ্দিন মুজাক্কির গুলিবিদ্ধ হন।

সর্বশেষ খবর