সোমবার, ২২ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

’৯০ পর থেকেই দেশে গণতান্ত্রিক চর্চা নেই

-জি এম কাদের

নিজস্ব প্রতিবেদক

জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, মুক্তিযুদ্ধে আমরা স্বাধীনতা পেয়েছি কিন্তু এখনো মুক্তি পাইনি। হুসেইন মুহম্মদ এরশাদ ক্ষমতা হস্তান্তরের পর থেকে দেশে সংসদীয় গণতন্ত্রের নামে সংসদীয় একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। এতে একদিকে বৈষম্য বেড়েছে, অপরদিকে জবাবদিহিতা নেই কোথাও। তাই ’৯০ সালের পর থেকেই দেশে গণতান্ত্রিক চর্চা নেই। গতকাল বনানী কার্যালয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ও সাংস্কৃতিক পার্টির আহ্বায়ক শেরিফা কাদেরের তত্ত্বাবধানে এবং সদস্য সচিব আলাউদ্দিন আহমেদের উপস্থাপনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন জাতীয় সাংস্কৃতিক পার্টির সদস্যরা। সভায় বক্তব্য রাখেন মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ, প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, মসিউর রহমান রাঙ্গা, এস এম ফয়সল চিশতী, মীর আবদুস সবুর আসুদ, বীর মুক্তিযোদ্ধা ইসহাক ভূঁইয়া। জি এম কাদের বলেন, ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়ে এরশাদ সর্বস্তরে বাংলাভাষা প্রচলনের আইন করেছিলেন। একুশের ধারাবাহিকতায় মুক্তির জন্য স্বাধীনতা সংগ্রাম হয়েছিল। দেশের মানুষকে বঞ্চিত করে দলীয়করণ চলছে। যারা রাষ্ট্র ক্ষমতায় থাকে তারাই চাকরি ও ব্যবসায় সুযোগ পাচ্ছে কিন্তু দেশের সাধারণ মানুষ সব অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। ভাষা আন্দোলন আমাদের অন্যায়-অবিচারের কাছে মাথানত না করে প্রতিবাদ করতে শিক্ষা দেয়। জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, সৈয়দপুর পৌর নির্বাচনে আধিপত্য বিস্তার এবং নির্বাচনকে কলুষিত করতেই শনিবার রাতে আওয়ামী লীগের নেতা-কর্মীরা জাতীয় পার্টির নেতা-কর্মীদের ওপর হামলা করেছে। এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেন, জাতীয় পার্টি হচ্ছে সাধারণ মানুষের সংগঠন। জাতীয় পার্টি সাহসী মানুষের রাজনৈতিক প্ল্যাটফরম। কাজী ফিরোজ রশীদ এমপি বলেন, দেশের মানুষের কাছে জাতীয় পার্টি আস্থার সংগঠন।

সর্বশেষ খবর