সোমবার, ২২ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

সব নামফলক বাংলায় লিখতে হবে

নিজস্ব প্রতিবেদক

সব নামফলক বাংলায় লিখতে হবে

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার সব নামফলক-চিহ্নফলক বাংলায় লিখতে হবে বলে জানিয়েছেন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। গতকাল দিনের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর উপস্থিত গণমাধ্যমকর্মীদের তিনি এ কথা বলেন। এ সময় ডিএসসিসি  কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ব্যারিস্টার তাপস বলেন, আজকে মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ঢাকা দক্ষিণ সিটির পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেছি। শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছি। শ্রদ্ধার সঙ্গে ভাষা দিবস পালন করা হচ্ছে। অথচ অপসংস্কৃতির আগ্রাসনে বাংলা ভাষা তার মর্যাদা এবং সম্মান হারিয়ে ফেলছে। এ জন্য আমরা মনে করি, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার সব নামফলক এবং চিহ্নফলক বাংলায় হওয়া আবশ্যক। তা যদি ইংরেজি শব্দ হয়, পাশাপাশি তা ইংরেজি বর্ণ দিয়ে লেখা যেতে পারে। এ জন্য সিটি করপোরেশনের পক্ষ থেকে গণবিজ্ঞপ্তি জারি করেছি যে, দক্ষিণ সিটি এলাকার সব সরকারি-বেসরকারি-আধা সরকারি-স্বায়ত্তশাসিত নামফলক ও চিহ্নফলক অবশ্যই বাংলায় লিখতে হবে। কোনো ইংরেজি শব্দ বাংলা বর্ণ দিয়ে লেখা যাবে না।

সর্বশেষ খবর