বুধবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

সরকার একের পর এক ভুল করেই যাচ্ছে

নিজস্ব প্রতিবেদক

সরকার একের পর এক ভুল করেই যাচ্ছে

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, আজ শহরের সবকিছু খোলা, কিন্তু শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এখনো বন্ধ। কারণটা কী! শিক্ষাপ্রতিষ্ঠান খুললে সরকার উল্টে যেতে পারে? এ সরকার একের পর এক ভুল করেই যাচ্ছে। এ ভুলের জন্য জাতির কী যে অবস্থা হবে বলা মুশকিল। গতকাল জাতীয় প্রেস ক্লাবে জাতীয় পার্টি আয়োজিত আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে এ এস এম শামীমের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহ, বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায়চৌধুরী, জাতীয় পার্টির মহাসচিব আহসান হাবিব লিংকন, নবাব আলী আব্বাস, মুজিবর রহমান, মহসিন সরকার প্রমুখ। ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ছাত্ররা আজ জনগণের কথা বলার লোক। তিনি মোস্তফা জামাল হায়দার এবং বিএনপি নেতাদের ছাত্রদের পাশে দাঁড়ানোর পরামর্শ দেন : ছাত্রদের পাশে দাঁড়িয়ে বলুন, এ সপ্তাহেই স্কুল-কলেজ খুলে দিতে হবে। আপনারা কেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে পারলেন না, আপনাদের ঘুম ভাঙে না? আমি স্কুল, কলেজ বন্ধের পক্ষে না, খোলার পক্ষে। প্রবীণ এই চিকিৎসক বলেন, তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু, মতিয়া চৌধুরীসহ কেউ নেই প্রধানমন্ত্রীর পাশে। তিনি বড় একা। তিনি একরকম বন্দী অবস্থায়। আওয়ামী লীগ ভুল পথে চলছে। মাঝিবিহীন নৌকা একটু ধাক্কা দিলেই ডুবে যেতে পারে। বিএনপি নেতাদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের ইস্যু একটাই- বেগম জিয়ার মুক্তি। তাও মাজা সোজা করে মুক্তি চাইতে সাহস পান না। খালেদা জিয়া অসুস্থ, চিকিৎসার জন্য তাঁকে বাইরে যেতে দেওয়া হচ্ছে না। অধিকার আদায় করে নিতে হয়। ডা. জাফরুল্লাহ আরও বলেন, গণতন্ত্র গণতন্ত্র বলে কোনো লাভ নেই, একটা প্রতিষ্ঠানও ঠিকমতো চলছে না। হঠাৎ জিয়াউর রহমানের খেতাব কেড়ে নিতে চাচ্ছে সরকার। এর কারণ হলো গতি ঘোরানো। যারা এ হীন কাজে সম্পৃক্ত তারা শুধু জিয়াউর রহমানকেই নয়, বঙ্গবন্ধুকেও ছোট করছে।

সর্বশেষ খবর