বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

দিনভর শিক্ষার্থীদের অবরোধ বিক্ষোভ

সাত কলেজে পরীক্ষা অব্যাহত থাকবে

নিজস্ব প্রতিবেদক

দিনভর শিক্ষার্থীদের অবরোধ বিক্ষোভ

চলমান পরীক্ষার স্থগিতাদেশ প্রত্যাহার এবং হল-ক্যাম্পাস খুলে দেওয়ার দাবিতে গতকাল রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা -বাংলাদেশ প্রতিদিন

শিক্ষার্থীদের দাবির মুখে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের পূর্ব ঘোষিত পরীক্ষা অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। পরীক্ষা চলমান রাখার দাবিতে এসব কলেজের ছাত্র-ছাত্রীরা গতকাল দিনভর রাজপথ অবরোধ, বিক্ষোভ-সমাবেশ করে। রাজধানীর নিউমার্কেট, নীলক্ষেত, সায়েন্সল্যাবসহ আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এমন পরিস্থিতিতে দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও সাত কলেজ অধ্যক্ষের সঙ্গে জরুরি বৈঠকে বসেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বৈঠক শেষে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত থেকে সরে আসে শিক্ষা মন্ত্রণালয়। আবাসিক হল বন্ধ থাকবে এমন শর্ত দিয়ে বিকাল ৪টায় সাত কলেজের পরীক্ষা চলমান রাখার ঘোষণা দেন শিক্ষামন্ত্রী। পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তে উল্লাস প্রকাশ করে আন্দোলন প্রত্যাহার করে নেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। এর আগে দুপুর ১২টার পর আন্দোলনকারী ছাত্রছাত্রীদের একাংশ সায়েন্সল্যাব মোড়ে গিয়ে অবস্থান নিলে সেখানে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় শিক্ষার্থী-পুলিশ মুখোমুখি অবস্থান নেয়। পরে বিকাল চারটার দিকে চলমান পরীক্ষা অব্যাহত রাখার ঘোষণা এলে অবরোধ তুলে নিয়ে রাস্তা ছেড়ে দেয় শিক্ষার্থীরা।  পরীক্ষার নতুন সূচি : স্থগিত হওয়া পরীক্ষা অব্যাহত রাখার ঘোষণা পেয়ে অধিভুক্ত সাত কলেজের পরীক্ষার নতুন সময়সূচি গতকাল ওয়েবসাইটে (িি.ি৭পড়ষষবমব.ফঁ.ধপ.নফ) প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।  আবাসিক হল খোলার দাবি : শিক্ষার্থীদের আবাসিক হল খোলার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। বিকালে রাজু ভাস্কর্যের সামনে ‘শিক্ষার্থীরা, ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জানান, হলের তালা ভেঙে শিক্ষার্থীরা শনিবার আবাসিক হলগুলোতে প্রবেশ করলেও গতকাল হল ছেড়েছে তারা। শুক্রবার ক্যাম্পাস পার্শ্ববর্তী গেরুয়া গ্রামের বাসিন্দারা জাবি শিক্ষার্থীদের ওপর হামলা করলে পরদিন শনিবার শিক্ষার্থীরা আবাসিক হলের তালা ভেঙে ভিতরে থাকতে শুরু করেছিলেন। কুমিল্লা প্রতিনিধি জানান, স্থগিত হওয়া পরীক্ষা নেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু ভাস্কর্যের সামনে আয়োজিত এ কর্মসূচিতে রুটিন হওয়া পরীক্ষাগুলো চালু করার দাবি জানান শিক্ষার্থীরা। ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জানান, বিশ্ববিদ্যালয়ের হল খুলে দেওয়া ও স্থগিত করা পরীক্ষা নেওয়ার দাবিতে শিক্ষার্থীদের ঘোষিত আলটিমেটাম চলছে।

সর্বশেষ খবর