বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

৩০ মার্চ মহাসমাবেশ করবে বিএনপি

শর্ত সাপেক্ষে সহযোগিতার আশ্বাস আইজিপির

নিজস্ব প্রতিবেদক

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপনে ৩০ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশসহ মার্চে ১৯ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। গতকাল দুপুরে গুলশানে চেয়ারপারসন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন জাতীয় কমিটির আহ্বায়ক স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন   এ কর্মসূচি ঘোষণা করেন। এদিকে সুবর্ণজয়ন্তী উদ্যাপনে বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচি পালনে কিছু পরামর্শ ও শর্ত সাপেক্ষে সহযোগিতার আশ্বাস দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। ড. মোশাররফ বলেন, আমরা যার যার অবস্থান থেকে অত্যন্ত উৎসাহ-উদ্দীপনা ও গুরুত্বের সঙ্গে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করি। কারণ এ স্বাধীনতা দেশের জনগণের প্রস্ফুটিত স্বাধীনতা, একসাগর রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা। সবাই মিলে আমরা স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন করতে চাই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে এসব অনুষ্ঠান উদ্যাপনে নিরাপত্তার জন্য সহযোগিতা চাই। সংবাদ সম্মেলনে জাতীয় কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান, সদস্যসচিব আবদুস সালাম, চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার, তথ্য ও গবেষণা সম্পাদক রিয়াজ উদ্দিন নসু ও চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান উপস্থিত ছিলেন।

সহযোগিতার আশ্বাস আইজিপির : সুবর্ণজয়ন্তী উদ্যাপনে বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচি পালনে কিছু পরামর্শ ও শর্ত সাপেক্ষে সহযোগিতার আশ্বাস দিয়েছেন আইজিপি ড. বেনজীর আহমেদ। বিকাল সাড়ে ৪টার দিকে পুলিশ সদর দফতরে বিএনপির একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করতে গেলে তাদের এ আশ্বাস দেন আইজিপি। বৈঠক শেষে আইজিপির কার্যালয়ের সামনে বিএনপি প্রতিনিধি দলের প্রধান ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনি বলেন, পুলিশপ্রধানের সঙ্গে বৈঠক করেছি। তিনি কিছু পরামর্শ দিয়েছেন এবং সহযোগিতার আশ্বাস দিয়েছেন। প্রতিনিধি দলে অন্যদের মধ্যে ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা বিজনকান্তি সরকার, বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক কর্নেল (অব.) জয়নুল আবেদীন।

সর্বশেষ খবর