বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

ভোটের আগেই ভোট বর্জনের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

পঞ্চম ধাপের পৌরসভা নির্বাচন হবে আগামী ২৮ ফেব্রুয়ারি। অন্যান্য ধাপের ভোটের দিন বিভিন্ন অনিয়মের কারণে প্রার্থী নির্বাচন বর্জনের ঘোষণা দিলেও এ ধাপে ভোটের আগেই ভোট বর্জনের ঘোষণা দিচ্ছেন মেয়র প্রার্র্থীরা। এর মধ্যে চাঁদপুরের মতলব পৌরসভায় নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপির প্রার্থী এনামুল হক বাদল। নীলফামারীর সৈয়দপুর পৌরসভা নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির মেয়র প্রার্থী সিদ্দিকুল আলম। তাদের অভিযোগ- রিটার্নিং অফিসার ও প্রশাসনের অসহযোগিতা, হুমকি, ধমকি ও নেতা- কর্মীদের ওপরে হামলার কারণে তারা নির্বাচন বর্জন করেছেন। এদিকে এ ধাপের ভোট নিয়ে শঙ্কাও দিন দিন বাড়ছে। প্রার্থী ও ভোটাররা নানা শঙ্কার কথা জানিয়েছেন ইসির কাছেও। এ ছাড়া কিশোরগঞ্জের ভৈরবে পৌর নির্বাচনকে কেন্দ্র করে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে রবিবার সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। একইভাবে নির্বাচনী প্রচার-প্রচারণা নিয়েও বিভিন্ন এলাকায় সংঘাত-সহিংসতার ঘটনা ঘটছে।

মতলবে বিএনপির মেয়র প্রার্থীর নির্বাচন বর্জন : চাঁদপুরের মতলব পৌরসভা নির্বাচনের ছয় দিন আগেই গত সোমবার বিএনপির মেয়র প্রার্থী এনামুল হক বাদল নির্বাচন বর্জন করেছেন। সোমবার দুপুরে চাঁদপুর প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে নির্বাচন বর্জনের ঘোষণা দেন। এ সময় তিনি লিখিত বক্তব্যে বলেন, রিটার্নিং অফিসার ও প্রশাসনের অসহযোগিতা, আওয়ামী সন্ত্রাসী বাহিনীর অব্যাহত হুমকি, ধমকি, মামলা-হামলা, তার কর্মী ও সমর্থকদের জানমালের নিরাপত্তার কথা চিন্তা করে সিনিয়র নেতৃবৃন্দের পরামর্শে এক তরফা প্রহসনের নির্বাচন বর্জন করার সিদ্ধান্ত নিয়েছি। জাতীয় পার্টির নির্বাচন বর্জনের ঘোষণা : জাতীয় পার্টির নেতা-কর্মী ও সমর্থকদের ওপর হামলাকারীদের বিচার করা না হলে নীলফামারীর সৈয়দপুর পৌর নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন লাঙ্গল প্রতীকের প্রার্থী সিদ্দিকুল আলম। রবিবার বিকালে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

সর্বশেষ খবর