বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

উসকানিদাতারা ছাত্রদের বন্ধু নন

নিজস্ব প্রতিবেদক

উসকানিদাতারা ছাত্রদের বন্ধু নন

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু বলেছেন, বর্তমান করোনা পরিস্থিতিতে যারা বিশ্ববিদ্যালয়ের হল খুলে দেওয়ার জন্য শিক্ষার্থীদের উসকানি দিচ্ছেন তারা দেশকে আরেকটি মহামারীর দিকে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র করছেন। তারা দেশের বন্ধু নন, ছাত্রদেরও নন। একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গতকাল কেন্দ্রীয় ১৪ দলের উদ্যোগে ভার্চুয়ালি আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেন, যারা আজ শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন রকম কথা বলছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আজকে যে পরিবেশটা সামনে রেখে হল খোলার কথা বলছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারণে, তার কঠিন সিদ্ধান্তের মধ্য দিয়ে এগিয়ে যাওয়ার কারণেই এ পরিবেশটা সৃষ্টি হয়েছে।

 আমু বলেন, সুতরাং একটু পরিবেশ ভালো দেখেই উৎফুল্ল হওয়ার কোনো কারণ নেই। আপনারা আস্থা রাখুন, আর একটু ধৈর্য ধরলে পরিস্থিতির আরও উত্তরণ ঘটবে। সভা পরিচালনা করেন আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মৃণালকান্তি দাস। সভায় ১৪ দলের নেতাদের মধ্যে বক্তব্য দেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, যুগ্মসাধারণ সম্পাদক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, জাসদ একাংশের সাধারণ সম্পাদক শিরিন আখতার, তরিকত ফেডারেশনের নজিবুল বশর মাইজভান্ডারী, গণতন্ত্রী পার্টির শাহাদাত হোসেন, ন্যাপের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন প্রমুখ।

সর্বশেষ খবর