শনিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

বিবস্ত্র ছাত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে গণর্ধষণ

মায়ের মামলার পর দুই লম্পট গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জের আলাইয়ারপুরে অস্ত্রের মুখে এক মাদরাসাছাত্রীকে বিবস্ত্র করে ভিডিও ধারণের পর তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে একাধিকবার গণধর্ষণ করা হয়েছে। সর্বশেষ অপহরণের পর মেয়েটি দুই মাস ধরে নিখোঁজ। ছাত্রীটির মা নারী নির্যাতনের একটি ও পর্নোগ্রাফি আইনে একটি মামলা করেছেন। এ মামলায় সাইফুল ইসলাম ও ইমন ফয়সাল নামে দুই লম্পটকে বৃহস্পতিবার রাতে পুলিশ গ্রেফতার করে।

ওই ছাত্রীর মা সাংবাদিকদের বলেন, রাসেল (২৫) ও জোবায়ের (২৪) নামে দ্ইু লম্পটকে পুলিশ খুঁজছে। সমস্যার শুরু ২০১৮ সালে। আসামিরা অস্ত্রধারী সন্ত্রাসী। এরা তার মেয়েকে প্রায়ই উত্ত্যক্ত করত। এতে বাধা দিলে তারা খেপে যায়। ওই বছর কোরবানি ঈদের তিন দিন পর রাসেল, ইমনসহ তিন-চারজন বেড়া কেটে তার ঘরে ঢোকে। অস্ত্র উঁচিয়ে চেতনানাশক ওষুধ খেতে বাধ্য করে। এরপর অস্ত্র তাক করে তারা তার মাদরাসা পড়ুয়া মেয়েকে ধর্ষণ করে। এক দোকানিকে ডেকে এনে জোর করে তার মেয়ের সঙ্গে দাঁড় করিয়ে উভয়কে বিবস্ত্র করে ভিডিও ধারণ করে। ওই ভিডিও ভাইরাল করার ভয় দেখিয়ে টাকা, সোনার অলঙ্কার নিয়ে যায় এবং একাধিকবার তার মেয়েকে ধর্ষণ করে। মেয়েকে বিয়ে দেওয়ার পরও ওরা থামেনি। বিয়ের পর মেয়ে বেড়াতে এলে তুলে নিয়ে ঢাকার পতিতালয়ে বিক্রি করে। তিন মাস পর ৫০ হাজার টাকা দিয়ে সেখান থেকে নিয়ে আসার কয়েক দিন পর আবার নিয়ে যায়। পরে ১০ হাজার টাকা দিয়ে আবারও মেয়েকে নিয়ে আসা হয়। সর্বশেষ ২০২০ সালের ২৪ ডিসেম্বর মেয়েকে আবারও তুলে নিয়ে যায়। বর্তমানে মেয়েটি নিখোঁজ। ছাত্রীর মা বলেন, সন্ত্রাসীরা তাকে প্রতিদিন হুমকি দিচ্ছে তার মেয়েকে মেরে ফেলবে। এভাবে হুমকি দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। দীর্ঘ তিন বছরের বেশি সময় সন্ত্রাসীদের ভয়ে মুখ খোলেননি। এবার থানায় অভিযোগ দিয়েও কোনো সুফল পাননি। আলাইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান বলেন, ‘এরা সবাই এলাকার চিহ্নিত সন্ত্রাসী। এদের নামে একাধিক মামলা রয়েছে। ওই মেয়ের বিষয়ে আমি কিছুই শুনিনি।’ বেগমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান শিকদার জানান, রাতেই ইমন ও ফয়সালকে গ্রেফতার করা হয়েছে। বেগমগঞ্জ সার্কেল (এএসপি) মো. শাহ এমরান জানান, ভিকটিমকে উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর