শিরোনাম
রবিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

ডিজিটাল নিরাপত্তা আইন একটা জুলুম

নিজস্ব প্রতিবেদক

ডিজিটাল নিরাপত্তা আইন একটা জুলুম

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইন একটা জুলুম। যে কথা বলতে পারে, লিখতে পারে সরকার তাকে ভয় করে। এটা মানুষের কথা বন্ধ করার, লেখা বন্ধ করার একটি কালো আইন। ওই আইন মুশতাক-কিশোর মানেননি। সে জন্য তাঁদের কারাবন্দী করা হয়েছে। তাই মুশতাকের মৃত্যুর দায় সরকারকে নিতে হবে। মান্না গতকাল ছাত্র অধিকার পরিষদের ব্যানারে জাতীয় প্রেস ক্লাবের সামনে কারা হেফাজতে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর প্রতিবাদে আয়োজিত সমাবেশে বক্তৃতা করছিলেন। ‘কারাগারে মুশতাক হত্যার বিচার চাই, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল চাই’ স্লোগানে এ প্রতিবাদ সমাবেশ হয়। মাহমুদুর রহমান মান্না তাঁর ভাষায় ভয়ানক এ ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের আন্দোলনকে সরকার পতন আন্দোলনে পরিণত করতে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। সমাবেশে বক্তৃতা করেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মুস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান, ববি হাজ্জাজ প্রমুখ। মান্না আরও বলেন, এ আন্দোলন শুধু রাজধানীতে নয়, অপেক্ষায় থাকুন সারা দেশের মানুষকে আন্দোলনের আহ্বান জানানো হবে। সেটা হবে অগণতান্ত্রিক সরকার পতনের আন্দোলন। নুরুল হক নূর বলেন, মুশতাকের মৃত্যুতে ছাত্রসমাজ যে আন্দোলন করছে তার কোনো ব্যানার নেই। সবার দাবি একটাই- এ কালো আইন বাতিল করতে হবে। আর মুশতাক হত্যার সঠিক বিচার করতে হবে।

সর্বশেষ খবর