শিরোনাম
মঙ্গলবার, ২ মার্চ, ২০২১ ০০:০০ টা
লেখক মুশতাকের মৃত্যু

হলফনামা আকারে ঘটনা জানানোর নির্দেশ উচ্চ আদালতের

নিজস্ব প্রতিবেদক

কারাগারে বন্দী অবস্থায় মৃত্যুবরণকারী লেখক মুশতাক আহমেদের (৫৩) মৃত্যুর ঘটনা হলফনামা আকারে আদালতকে জানানোর নির্দেশ দিয়েছে হাই কোর্ট। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো.  মোস্তাফিজুর রহমানের হাই কোর্ট বেঞ্চে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলার আসামি কার্টুনিস্ট আহমেদ কবীর কিশোরের জামিন আবেদন শুনানির সময় আদালত এ নির্দেশ দেয়। শুনানির কার্যতালিকায় মুশতাক আহমেদের নামও        অন্তর্ভুক্ত ছিল। এ বিষয়ে আদলত জানতে চাইলে, শুনানিতে আবেদনকারীদের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বলেন, ‘তিনি মৃত্যুবরণ করেছেন’। তখন আদালত বলে, ‘সেটি আপনি হলফনামা আকারে জানান। তখন তার জামিন আবেদন অ্যাবেট (বাদ) করা হবে’।

এ সময় আসামিদের আইনজীবী ‘কালকের মধ্যে হলফনামা আকারে জমা দিতে পারবেন’ বলে আদালতে জানান। এরপর আদালতে কার্টুনিস্ট আহমেদ কবীর কিশোরের জামিন আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হয়। আদালত এ বিষয়ে রাষ্ট্রপক্ষকে ৩ মার্চ (বুধবার) জবাব দেওয়ার জন্য বলেছে। একই সঙ্গে আদেশের জন্য ওইদিন ধার্য রাখা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর