মঙ্গলবার, ২ মার্চ, ২০২১ ০০:০০ টা

দেশ ভুল পথে চলছে

নিজস্ব প্রতিবেদক

দেশ ভুল পথে চলছে

ডা. জাফরুল্লাহ চৌধুরী

দেশ ভুল পথে চলছে বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ভাসানী অনুসারী পরিষদের চেয়ারম্যান ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, ‘দেশ পুঁজিবাদের দিকে যাচ্ছে। এ জন্য আমরা ৫০ বছর আগে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করিনি।’ গতকাল জাতীয় প্রেস ক্লাবে রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ভাসানী অনুসারী পরিষদ, গণসংহতি আন্দোলন, ছাত্র-যুব-শ্রমিক অধিকার পরিষদ ও রাষ্ট্রচিন্তার যৌথ আয়োজনে এ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু, প্রেসিডিয়াম সদস্য নইম জাহাঙ্গীর, ফরিদ উদ্দিন, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর, রাষ্ট্রচিন্তার আইনজীবী হাসনাত কাইয়ুম, ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ খান, যুগ্ম-আহ্বায়ক ফারুক হাসান প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ১০০ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা জানানো হয়। বীর মুক্তিযোদ্ধাদের উদ্দেশে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘যে স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন করেছিলাম, এখনো তা পূর্ণতা পায়নি। আজ আপনাদের (মুক্তিযোদ্ধা) সম্মাননা প্রদানের যে ক্ষুদ্র প্রয়াস, এর সঙ্গে আরেকটি প্রতিশ্রুতি দেওয়ার সময় এসেছে, অসম্পূর্ণ মুক্তিযুদ্ধকে আমাদের সবাইকে মিলেই সম্পূর্ণ করতে হবে।’ তিনি বলেন, ‘আমাদের দুর্ভাগ্য আমরা সব সময় ৩০ লাখ শহীদের কথা বলি। কিন্তু সেই তালিকাটি কোথায়? সেই তালিকা আছে ভারতের কাছে। সেই তালিকা ভারত দেয় না। কেননা সেটি প্রশ্ন সৃষ্টি করবে, এত মানুষ মারা গেল কেন?’ তিনি বলেন, ‘স্বল্প সময়ে এ অনুষ্ঠান করেছি। হয়তো ভুলভ্রান্তি হয়েছে। কিন্তু আমরা মনের দিক থেকে আপনাদের সঙ্গেই আছি। আমরা আরও বড় কিছু করতে চাই, হয়তো ডিসেম্বরে। তখন এই ভুলভ্রান্তি থাকবে না।’ ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘বাংলাদেশের দুর্ভিক্ষ আসন্ন। ঠিক যেমন ১৯৭৪ সালের দুর্ভিক্ষ কয়েক লাখ লোক মারা গিয়েছিল। এ বছর এবং আগামী বছর বাংলাদেশে প্রায় সাড়ে সাত মিলিয়ন টন খাদ্যশস্যের অভাব দেখা দিতে পারে। এটা আমার কথা নয়, বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠান এবং মার্কিন খাদ্য সংস্থার হিসাবে দেশে এ বছর এবং আগামী বছর এক মিলিয়ন টন চালের অভাব হবে, প্রায় সাড়ে ছয় মিলিয়ন টন গমের অভাব হবে। ফলে এটা দুর্ভিক্ষের পদধ্বনি। দেশে যদি সুশাসন না থাকে কত লোক মারা যাবে জানি না।’

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর