রবিবার, ৭ মার্চ, ২০২১ ০০:০০ টা

শিক্ষকরা কেন দলাদলিতে

পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে নোংরা রাজনীতি চলছে শিক্ষকদের মধ্যে। পরস্পর কাদা ছোড়াছুড়ি নিয়ে ব্যস্ত। সরকারি দলের সমর্থক শিক্ষকরাই নিজেদের মধ্যে লিপ্ত হয়েছে অন্তঃকলহে। সদ্য যোগদান করা শিক্ষক থেকে শুরু করে ভাইস চ্যান্সেলর পর্যায়েও এ লড়াই চলছে। অনেকে বলছেন এতে শুধু শিক্ষকদের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে না, শিক্ষাঙ্গনেও তৈরি হচ্ছে অস্থিরতা। অনেক সময় শিক্ষকরা তাদের এই অপরাজনীতিতে ব্যবহার করছেন ছাত্রদের। সংশ্লিষ্টদের মতে, এ পরিস্থিতি অব্যাহত থাকলে আগামীতে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি সর্বস্তরে বিরূপ ধারণা তৈরি হবে। অন্যদিকে ক্ষতিগ্রস্ত হবে শিক্ষকদের মর্যাদাও। শিক্ষকদের কাদা ছোড়াছুড়ি ও নষ্ট রাজনীতি নিয়ে বিশিষ্ট শিক্ষাবিদদের সঙ্গে কথা বলেছেন আমাদের নিজস্ব প্রতিবেদক আকতারুজ্জামান

 

দলীয় আনুগত্যের প্রতিযোগিতা

 

পদের প্রতি মোহ থাকলে উপাচার্য থাকা উচিত না

 

নিয়োগ পাচ্ছেন দলের পাহারাদার হিসেবে

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর