রবিবার, ৭ মার্চ, ২০২১ ০০:০০ টা

ডিবি পরিচয়ে স্বর্ণ ব্যবসায়ীর ৩৮ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

নারায়ণগঞ্জ ও সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিবি পরিচয়ে পরিতোষ চন্দ্র ধর (৫০) নামে এক স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে ৩৮ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী সিদ্ধিরগঞ্জ থানায় গত ২৩ ফেব্রুয়ারি একটি মামলা দায়ের করেন। শুক্রবার (৫ মার্চ) রাতে মামলার বিষয়টি নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান। এদিকে গত ২০ ফেব্রুয়ারি ঘটনাটি ঘটলেও মামলা দায়েরের ১০ দিনেও কেউ গ্রেফতার হয়নি।

ঘটনার সঙ্গে জড়িত কাউকে গ্রেফতার করতে না পারায় পুলিশের ভূমিকা নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করে পরিতোষ জানান, তিনি, তার শ্যালক জীবন ধর (২৮) ও ভায়রা শিলীপ কুমার ধর (৫৩) পার্টনারশিপে চট্টগ্রামের হাটহাজারীর দারুস সালাম মার্কেটে রত্নশোভা শিল্পালয় নামে জুয়েলারি ব্যবসা পরিচালনা করে আসছেন। গত ২০ ফেব্রুয়ারি ব্যবসায়িক কাজে তিনি ঢাকায় আসেন এবং ঢাকার তাঁতী বাজারের রিজভী জুয়েলার্সে ব্যবসার ৬০ ভরি স্বর্ণ বিক্রির ৩৮ লাখ টাকা কালেকশন করেন। টাকাগুলোর মধ্যে ৩০ লাখ টাকা কালো রঙের একটি কাঁধ ব্যাগে এবং ৮ লাখ টাকা একটি লাল শপিং ব্যাগে নিয়ে চট্টগ্রামের উদ্দেশে যাওয়ার জন্য  বেলা ৩টা ৫০ মিনিটে ঢাকার সায়েদাবাদ জনতার  মোড়ে খাদিজা ভিআইপি সার্ভিসের এসি বাসে ওঠেন। বিকাল ৪টা ৩০ মিনিটে বাসটি নারায়ণগঞ্জের  কাঁচপুর ব্রিজের পশ্চিম ঢালে  পৌঁছালে অজ্ঞাত ৪ জন ব্যক্তি দুটি মোটারসাইকেলযোগে বাসটির গতিরোধ করে। নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে বাসটি থামানোর জন্য সিগন্যাল দেয়, ড্রাইভার বাসটি থামায়।

তিনি আরও বলেন, এরপর ৩০ থেকে ৪০ বছর বয়সী তিনজন লোক বাসে ওঠে এবং আমার কাছে এসে বলে ব্যাগটি কোথায়? তখন আমি তাদের পরিচয় জানতে চাইলে তাদের দুজনের হাতে ২টি পিস্তল ও আইডি কার্ড বের করে নিজেদের ডিবির  লোক পরিচয় দেয়। তাদের একজনের পরনে কালো রঙের ফুলহাতা শার্ট, অপরজনের পরনে এ্যাশ কালার টি-শার্ট। আরেকজন ড্রাইভারের কাছাকাছি ছিল। ডিবি পরিচয়ের ওই ব্যক্তিরা আমার দুটি টাকার ব্যাগ তাদের হাতে নিয়ে বলে ‘তুই হুন্ডি ব্যবসা করিস, তোকে আমাদের সঙ্গে থানায় যেতে হবে।’ তারা আমাকে বাস থেকে নামিয়ে বাসের ড্রাইভারকে বাস নিয়ে চলে যেতে বলে।

তিনি জানান,বাসটি চলে যাওয়ার পর তারা আমার টাকার ব্যাগ দুটি নিয়ে আমাকে ব্রিজের ঢালে ফেলে দিয়ে দ্রুত মোটরসাইকেলযোগে চিটাগাং রোডের দিকে চলে যায়। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, এ ঘটনায় মামলার  কোনো অগ্রগতি হয়নি। তবে আমরা বিভিন্ন স্থানের সিসি টিভি ক্যামেরার ভিডিও ফুটেজ সংগ্রহ করছি। ঘটনায় জড়িতদের শনাক্ত করতে প্রযুক্তি ব্যবহারসহ নানাভাবে চেষ্টা করছি।

সর্বশেষ খবর