রবিবার, ৭ মার্চ, ২০২১ ০০:০০ টা

ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার রোধে কাজ করছি

------ আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার এবং দুর্ব্যবহার যেন না হয়, কোনো ধরনের বির্তক না থাকে, সে জন্য আমরা কাজ করছি। বিশ্বের অন্যান্য দেশের পদ্ধতি নিয়ে আমরা জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থার সঙ্গেও আলাপ আলোচনা চালাচ্ছি। গতকাল সাংবাদিকদের এসব কথা বলেন আইনমন্ত্রী।

ডিজিটাল নিরাপত্তা আইনটি সংশোধন করা হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, এমন কথা আমি কখনোই কোথায় বলিনি। আপনারা যদি এসব লিখেন তাহলে কীভাবে হবে? ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার  হচ্ছে কিনা, এ প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে, মানুষ কিছু কিছু জায়গায় এ আইনে এমন কিছু মামলা করার চেষ্টা করছেন, যা ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা যায় না। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার হচ্ছে গণতান্ত্রিক সরকার। মানুষ যদি কোনো ব্যাপারে তাদের বক্তব্য দেয়, সেখানে যদি একটাও মানুষ দেয় এবং এই বিষয়টা যদি সরকারের কাছে আসে তাহলে সরকার এটি নিয়ে অবশ্য দেখার চেষ্টা করে। কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর পরই এ আইনের অপপ্রয়োগ বন্ধে সরকার উদ্যোগ নিচ্ছে কি-না, এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, এই উদ্যোগ আমি আরও আগেই নিয়েছি, আপনারা চেক করে দেখতে পারেন। গত তিন মাস ধরেই ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে আলাপ আলোচনা চলছে।

সর্বশেষ খবর