রবিবার, ৭ মার্চ, ২০২১ ০০:০০ টা

সব দল মতের মানুষকে নিয়ে রাজপথে নামতে হবে

নিজস্ব প্রতিবেদক

সব দল মতের মানুষকে নিয়ে রাজপথে নামতে হবে

প্রধানমন্ত্রীর উদ্দেশে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, আমরা আপনার কল্যাণ চাই। আপনাকে আমরা জীবিত দেখতে চাই। আপনি উজবুক মন্ত্রীদের কথা শুনবেন না। দেশে কোনো সমস্যা দেখা দিলে মন্ত্রীদের তখন খুঁজে পাওয়া যাবে না। এ জন্য আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে। করোনার টিকা নেওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান ডা. জাফরুল্লাহ। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) আয়োজিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। লেখক মুশতাক আহমেদ হত্যার প্রতিবাদে এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এনডিপির সভাপতি ক্বারী আবু তাহেরের সভাপতিত্বে এতে বক্তৃতা করেন লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, জাহাঙ্গীর আলম মিন্টু, মাওলানা শওকত আমিন, মনিরুজ্জামান মনির,  কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ। ডিজিটাল নিরাপত্তা আইনকে কালাকানুন উল্লেখ করে আগামী ২৬ মার্চের মধ্যেই এ আইন বাতিলের দাবি জানান ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, নিরাপত্তার জন্য অন্য আইন আছে, প্রয়োজনে সেটি সংশোধন করুন। কিন্তু ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনের নামে প্রতারণা করবেন না। এটি অবশ্যই কবর দিতে হবে। বিরোধী দলের উদ্দেশে বলেন, এখন সময় এসেছে সব দলমতের মানুষকে সঙ্গে নিয়ে রাজপথে নামুন। দেশে পরিবর্তন ছাড়া শান্তি আসবে না। আপনারা ঘরে বসে থাকবেন না, রাজপথে নেমে আসুন। ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, দেশে ১৯৭৪ সালের মতো দুর্ভিক্ষের আভাস দেখা যাচ্ছে। দুর্যোগের ঘনঘটা দেখতে পাচ্ছি। মার্কিন খাদ্য সংস্থার রিপোর্ট মতে, দেশে এ বছর এক মেট্রিক টন ধান কম উৎপাদন হয়েছে। গম কম উৎপাদন হয়েছে ৭ মেট্রিক টন। এ জন্য দেশে আবার ৭৪-এর মতো পরিস্থিতি তৈরি হতে পারে। সরকার এখন বাইরে থেকে খাদ্য আমদানির চিন্তা করছে। কিন্তু যে কৃষকরা আমাদের বাঁচিয়ে রেখেছে, তাদের কথা চিন্তা করছে না। বরং নিজ দলের ব্যবসায়ীদের প্রণোদনা দিচ্ছে।

সর্বশেষ খবর