সোমবার, ৮ মার্চ, ২০২১ ০০:০০ টা

কলকাতায় মোদি বললেন, আসছে পরিবর্তন

কলকাতা প্রতিনিধি

কলকাতায় মোদি বললেন, আসছে পরিবর্তন

কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের জনসভা থেকে পশ্চিমবঙ্গে আসল পরিবর্তনের ডাক দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই পরিবর্তনে যেখানে তোষণের রাজনীতি থাকবে না, যেখানে অনুপ্রবেশ থাকবে না। গতকাল ব্রিগেড সমাবেশ থেকে মোদি বলেন, ‘বিজেপি যে সরকার গড়বে সেখানে বাংলার মানুষের উন্নয়নই শেষ কথা হবে। বিজেপি সরকারের প্রেরণাই হবে আসল পরিবর্তনের মন্ত্র। আসল পরিবর্তনের অর্থ যুবকদের কর্মসংস্থান, বিনিয়োগ, শিল্প স্থাপন, আধুনিক অবকাঠামো, গরিব মানুষের সার্বিক উন্নতি, সংস্কৃতি ও পরম্পরা রক্ষা করা। আসল পরিবর্তনের অর্থ সব ক্ষেত্রের মানুষের সমান যোগদান।’ তিনি আরও বলেন, ‘আজ আমাদের বাংলার ছেলে মিঠুন দা (মিঠুন চক্রবর্তী) আছেন। তার লড়াই সবার কাছে দৃষ্টান্ত। অনেকের মতে আজই ২ মে চলে এসেছে। সোনার বাংলার সংকল্প নিশ্চয় পূরণ হবে। আজ আসল পরিবর্তনের জন্য মানুষ এই ব্রিগেডে এসেছেন। আর এই ব্রিগেডের ময়দান থেকেই আমি আসল পরিবর্তনের প্রতিশ্রুতি দিচ্ছি।’ তিনি বলেন, ‘রাজ্যে ক্ষমতায় এলে আগামী ৫ বছরে বাংলার যে উন্নয়ন ঘটবে তাতে পরবর্তী ২৫ বছরের ভিত তৈরি হবে।’

এদিনের জনসভা থেকে ‘খেলা হবে’ স্লোগান নিয়েও তৃণমূল কংগ্রেসকে বিঁধেছেন মোদি। তৃণমূলের সরকারকে দুর্নীতির সরকার বলে অভিহিত করে তিনি বলেন, ‘কোনো কিছুই এখন গোপন নেই। বাংলার মানুষ সব জানে। কিন্তু এই খেলা আর হবে না। এই খেলা শেষ হওয়া উচিত।’

রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে মোদি বলেন, ‘দিদি আপনি শুনে রাখুন। তৃণমূলের খেলা শেষ, এবার উন্নয়নের শুরু।’ উল্লেখ্য, আগামী ২৭ মার্চ থেকে মোট আট দফায় রাজ্যের ২৯৪টি আসনে ভোট গ্রহণ হবে। শেষ দফার ভোট আগামী ২৯ এপ্রিল। গণনা হবে ২ মে।

সর্বশেষ খবর