সোমবার, ৮ মার্চ, ২০২১ ০০:০০ টা

বিজেপিতে যোগ দিলেন মিঠুন

কলকাতা প্রতিনিধি

বিজেপিতে যোগ দিলেন মিঠুন

কয়েক দিন পরই শুরু হচ্ছে পশ্চিমবঙ্গে বিধানসভার নির্বাচন। ঠিক তার আগ দিয়েই কেন্দ্রের ক্ষমতাসীন দল বিজেপিতে যোগ দিলেন অভিনেতা তথা রাজ্যসভার সাবেক তৃণমূল সংসদ সদস্য মিঠুন চক্রবর্তী। গতকাল কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বিজেপির শীর্ষ নেতা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভার কিছু আগে মঞ্চে উপস্থিত হয়ে গেরুয়া শিবিরে নাম লেখান তিনি। তার হাতে দলের গেরুয়া পতাকা তুলে দেন বিজেপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও পশ্চিমবঙ্গে দলের অবজারর্ভার কৈলাশ বিজয়বর্গীয় ও রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এ সময় সেখানে উপস্থিত ছিলেন দলের সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়, সংসদ সদস্য রূপা গাঙ্গুলী, সংসদ সদস্য লকেট চ্যাটার্জি, সংসদ সদস্য অর্জুন সিং, বিজেপি নেতা শুভেন্দু অধিকারী প্রমুখ।

পরে মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে ফিল্মি কায়দায় মিঠুন বলেন, ‘আমি জলঢোড়াও নই, কেলেবোড়াও নই। জাত গোখরো, এক ছোবলেই ছবি। এবার এটাই হবে। দাদার ওপর ভরসা রাখবেন, আমার কথায় ভরসা রাখবেন। দাদা কখনো মুখ ফিরিয়ে পালিয়ে যায়নি।’ জানা গেছে, গত ১৬ ফেব্রুয়ারি মুম্বাইয়ে মিঠুনের বাড়িতে এসে তার সঙ্গে সাক্ষাৎ করেন ‘রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ’ (আরএসএস) প্রধান মোহন ভাগবত। আর তার পরই জল্পনা-কল্পনা ছড়িয়ে পড়েছে- এবার কি মিঠুনকে পদ্ম শিবিরে দেখা যাবে?

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর