শনিবার, ১৩ মার্চ, ২০২১ ০০:০০ টা

মাফ চেয়ে ক্ষমতা হস্তান্তর করুন

-মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগকে বাঁচাতে মাফ চেয়ে দেশের জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করতে দলটির প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল রাজধানীর গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চের মিলনায়তনে কৃষক দলের জাতীয় সম্মেলনে তিনি এ আহ্বান জানান। আওয়ামী লীগকে উদ্দেশ করে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগকে যদি বাঁচাতে চান তাহলে মাফ চেয়ে দেশের জনগণের কাছে ক্ষমতা হস্তান্তরের ব্যবস্থা করুন। পদত্যাগ করুন, নতুন নির্বাচন দিন, যোগ্য ব্যক্তি দিয়ে নতুন নির্বাচন কমিশন গঠন করুন, নতুন সরকার আসুক।

সম্মেলনের প্রথম অধিবেশন মহানগর নাট্যমঞ্চে এবং বিকালে দ্বিতীয় অধিবেশন গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হয়। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে সম্মেলন উদ্বোধন করেন মির্জা ফখরুল। পরে শোক প্রস্তাব পাঠ করা হয়। এরপর স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের আহ্বায়ক শামসুজ্জামান দুদু এবং সাংগঠনিক প্রতিবেদন পেশ করেন সদস্য সচিব কৃষিবিদ হাসান জাফির তুহিন। শামসুজ্জামান দুদুর সভাপতিত্বে সম্মেলনে বক্তৃতা করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেল হোসেন আলাল, খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, এমরান সালেহ প্রিন্স, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী প্রমুখ। তিনি বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের চমৎকার আসনে বসে তিনি বিএনপির বিরুদ্ধে বিষোদগার করতে থাকেন। প্রতিদিন তিনি বিএনপিকে শিক্ষা দেন। আরে আগে আপনি নিজের ঘরে শিক্ষা দেন। আপনার ভাই কাদের মির্জা আপনার সম্পর্কে যে সব কথা বলেন এবং আপনাদের দলের লোকদের নিয়ে বলেন- তাতে আপনাদের পদত্যাগ করা উচিত। আপনারা নিজেদের ঘরে মারামারি করে দুজনকে হত্যা করেছেন। কোনো বিচার নাই! আজ নোয়াখালীর যে চিত্র, সারা দেশে আওয়ামী লীগের একই চিত্র। মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়াকে অন্যায়ভাবে সাজা দিয়ে আটক করে রাখা হয়েছে। তিনি অসুস্থ। বলা হয়েছে, সাজা স্থগিত। কোথায় সাজা স্থগিত? তিনি চিকিৎসার জন্য বাইরে যেতে চেয়েছেন, তা দেওয়া হয়নি। দেশে রেখে তার চিকিৎসা করা কঠিন হচ্ছে। তাই আমরা অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি চাই। নিঃশর্তভাবে মুক্তি দিতে হবে।

সর্বশেষ খবর