রবিবার, ১৪ মার্চ, ২০২১ ০০:০০ টা

আলো আছে তবে অন্ধকারে ম্লান

নিজস্ব প্রতিবেদক

আলো আছে তবে অন্ধকারে ম্লান

অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন বলেছেন, বাংলাদেশের বর্তমান অবস্থা ‘আলো-আঁধারির মঞ্চের’ মতো। তিনি বলেন, সাম্প্রতিক বাংলাদেশ একটি আলো-আঁধারির মঞ্চ। আলো আছে তবে অন্ধকার সেটা ম্লান করছে। শুরুর বাংলাদেশ ছিল আলোর দিশারি। মুজিববর্ষ উপলক্ষে ওয়ার্কার্স পার্টির এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। অধ্যাপক আনোয়ার বলেন, বর্তমানে ধর্মনিরপেক্ষতা দারুণভাবে প্রশ্নবিদ্ধ। ধর্মনিরপেক্ষতা ও রাষ্ট্রধর্ম একসঙ্গে রেখে জগাখিচুড়ি সংবিধান করা হয়েছে। তেলে-জলে মেশানোর ব্যর্থ প্রয়াস। সংবিধানের মূল চারনীতি এখন হারানো দিনের হারানো সুর।

সর্বশেষ খবর