শুক্রবার, ১৯ মার্চ, ২০২১ ০০:০০ টা

সুবর্ণজয়ন্তীতে মার্কিন কংগ্রেসে রেজুলেশন

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মার্কিন কংগ্রেসে গৃহীত রেজুলেশনে বাংলাদেশের মানুষকে অভিনন্দন এবং বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় প্রদানের জন্য বাংলাদেশকে বিশেষভাবে সম্মান জানানো হয়েছে। একই সঙ্গে বাংলাদেশের গণতান্ত্রিক সরকারের প্রতি নীতিগত সমর্থন জানানো হয়েছে। মার্কিন কংগ্রেসে সবচেয়ে আলোচিত নিউইয়র্কের জ্যাকসন হাইটস এলাকা থেকে নির্বাচিত কংগ্রেসওম্যান (ডেমোক্র্যাট) আলেক্সান্দ্রিয়া ওকাসিয়ো-করটেজ, প্রতিনিধি পরিষদে পররাষ্ট্র বিষয়ক কমিটির চেয়ারম্যান কংগ্রেসম্যান গ্রেগরি মিক্স, মিশিগানের কংগ্রেসওম্যান রাশিদা তাইয়্যিব এবং ক্যালিফোর্নিয়ার কংগ্রেসম্যান জিমি গোমেজ  ‘কমেমর‌্যাটিং দ্য ফিফটিয়েথ অ্যানিভার্সারি অব বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্স’ শিরোনামের এই রেজুলেশন উত্থাপন করা হয় গত ১৬ মার্চ। পরে এটি গৃহীত হয়। রেজুলেশনের শুরুতে ১৯৭১ সালের ২৬ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণার তথ্য উল্লেখ করে বাংলাদেশের স্বাধীনতার জন্য ত্যাগ স্বীকারকারী বীর মুক্তিযোদ্ধাদের সাহসেরও বিশেষ প্রশংসা করা হয়েছে।

একই সঙ্গে গণতন্ত্রের জন্য যারা জীবন দিয়েছেন তাদেরও স্মরণ করা হয়।

সর্বশেষ খবর