শিরোনাম
শুক্রবার, ১৯ মার্চ, ২০২১ ০০:০০ টা

আজ বাবা-মায়ের পাশে দাফন মওদুদ আহমদের

নিজস্ব প্রতিবেদক

পাঁচ দফা জানাজা শেষে আজ সমাহিত করা হবে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদের লাশ। মা-বাবার কবরের পাশে শায়িত হবেন নোয়াখালীর কোম্পানীগঞ্জের মানিকপুরের এই কৃতী সন্তান। গতকাল সিঙ্গাপুর থেকে সন্ধ্যা পৌনে ৬টায় ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছে তাঁর মৃতদেহ। বিমানবন্দরের ৮ নম্বর গেটে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের সিনিয়র নেতারা বর্ণাঢ্য এই রাজনীতিবিদের লাশ গ্রহণ করেন। সেখান থেকে লাশ গুলশানে ৮৪ নম্বর সড়কের বাসায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে বারিধারায় এভারকেয়ার হাসপাতালের হিমাগারে রাতে রাখা হয়। বিমানবন্দরে বিএনপি মহাসচিব আবেগাপ্লুত কণ্ঠে বলেন, ‘ব্যারিস্টার মওদুদ আহমদের মৃত্যুতে দেশের যে ক্ষতি হয়েছে তা কখনই পূরণ হওয়ার নয়। তবে সে শূন্যতা আমরা দেশব্যাপী তুমুল গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে পূরণের চেষ্টা করব। তিনি শুধু রাজনীতিবিদই ছিলেন না, ছিলেন একজন স্বনামধন্য লেখকও। মহান আল্লাহ তাঁকে বেহেশত নসিব করুন।’ এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, ইকবাল হাসান মাহমুদ টুকু, বরকত উল্লা বুলু, মোহাম্মদ শাহজাহান, আমানউল্লাহ আমান, জয়নুল আবদিন ফারুক, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, খায়রুল কবির খোকন, নাজিম উদ্দিন আলম, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, আবদুল লতিফ জনি, শামীমুর রহমান শামীম, তাবিথ আউয়াল, প্রকৌশলী ইশরাক হোসেন, এস এম জাহাঙ্গীর, বজলুল করিম চৌধুরী আবেদ, শাহাদাত হোসেন সেলিম প্রমুখ। কর্তৃপক্ষের অনুমতি না পাওয়ায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পূর্ব ঘোষিত জানাজা হচ্ছে না। সকাল সাড়ে ১০টায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে তাঁর প্রথম জানাজা হবে। তার আগে সকাল ৯টায় লাশ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য। বেলা ১১টায় দ্বিতীয় জানাজা হবে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। সেখানে দলীয় নেতা-কর্মীরা তাদের এ প্রিয় নেতার প্রতি শেষ শ্রদ্ধা জানাবেন। এরপর হেলিকপ্টারে করে নোয়াখালীর কোম্পানীগঞ্জের গ্রামের বাড়ি নিয়ে যাওয়া হবে মওদুদ আহমদের লাশ। বাদ জুমা সেখানকার কবিরহাট সরকারি কলেজ মাঠে হবে তাঁর তৃতীয় জানাজা। বিকাল ৪টায় চতুর্থ জানাজা হবে বসুরহাট সরকারি মুজিব কলেজ মাঠে। এরপর বিকাল সাড়ে ৫টায় কোম্পানীগঞ্জের মানিকপুরে ‘নিজ বাড়ির দরজা’য় পঞ্চম জানাজা শেষে বাবা ও মায়ের সমাধির পাশে সমাহিত করা হবে প্রখ্যাত এই রাজনীতিককে।

গত মঙ্গলবার সন্ধ্যায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ব্যারিস্টার মওদুদ আহমদ।

 তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। তিনি কিডনি ও ফুসফুসের জটিলতাসহ বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। ১ ফেব্রুয়ারি থেকে তিনি মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি ছিলেন। এ সময় তাঁর পাশে ছিলেন সহধর্মিণী হাসনা জসীমউদ্দীন মওদুদ।

সর্বশেষ খবর