শনিবার, ২০ মার্চ, ২০২১ ০০:০০ টা

গৃহশ্রমিকদের শ্রম আইনে অন্তর্ভুক্ত করতে হবে

নিজস্ব প্রতিবেদক

গৃহশ্রমিকদের শ্রম আইনে অন্তর্ভুক্ত করতে হবে

গৃহশ্রমিকদের শ্রম আইনে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি। গতকাল দুপুরে জাতীয় গার্হস্থ্য শ্রমিক ইউনিয়নের ষষ্ঠ জাতীয় সম্মেলনের উদ্বোধনী পর্বের বক্তব্যকালে তিনি এ দাবি করেন। মেনন বলেন, গৃহকর্মীদের সুরক্ষা দিতে তাদের জন্য আইন করতে হবে। তাদের শ্রম আইনের অন্তর্ভুক্ত করতে হবে। ২০১৫ সালে গৃহকর্মীদের জন্য নীতিমালা প্রণয়ন করা হলেও এর কার্যকারিতা নেই। এ কারণে করোনাকালে তারা সর্বাপেক্ষা ক্ষতিগ্রস্ত হলেও সামান্য ত্রাণটুকুও পাননি। করোনাভাইরাসের কারণে মেস ও বাসাবাড়ির কাজ বন্ধ হয়ে যাওয়ায় অধিকাংশ গৃহকর্মীকে গ্রামে চলে যেতে হয়েছে। এখন কিছু কিছু কাজে ফিরেছেন। কিন্তু বেতন কমে গেছে এক তৃতীয়াংশ। অন্যদিকে এরা যে করোনা টিকা নেবেন তারও বিশেষ ব্যবস্থা রাখা হয়নি। নিজেদের সুরক্ষা নিশ্চিত করতে হলে সংগঠন গড়া ছাড়া তাদের কোনো বিকল্প নেই। আইন থাকলে অথবা শ্রম আইনে অন্তর্ভুক্ত করা হলে তাদের পক্ষে সংগঠন করা ও দাবি তোলা সহজ হবে।

সংগঠনের সভাপতি আমেনা বেগমের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান। বিশেষ অতিথি ছিলেন শ্রমিকনেতা আবুল হোসাইন, কৃষকনেতা মোস্তফা আলমগীর রতন, প্রধান বক্তা ছিলেন আন্তর্জাতিক গৃহশ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক এলিজাবেথ ট্যাং। সম্মেলন পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মুর্শিদা আখতার।

সর্বশেষ খবর