সোমবার, ২২ মার্চ, ২০২১ ০০:০০ টা

যুগের পর যুগ থাকুক বাংলাদেশ প্রতিদিন

------- সোহেল তাজ

নিজস্ব প্রতিবেদক

যুগের পর যুগ থাকুক বাংলাদেশ প্রতিদিন

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ বলেন, বাংলাদেশ প্রতিদিন এক যুগ-১২ বছরে। যুগের পর যুগ থাকুক বাংলাদেশ প্রতিদিন। দেশের কথা, সাধারণ মানুষের কথা সততার সঙ্গে বলে যাবে বাংলাদেশ প্রতিদিন- এমন প্রত্যাশা থাকবে। গাজীপুরের কাপাসিয়ার দরদরিয়ায় শনিবার দিনব্যাপী এক অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন দেশের প্রথম প্রধানমন্ত্রীর ছেলে সোহেল তাজ। তিনি বলেন, আপোসহীন সাংবাদিকতা ও দেশের পক্ষে কথা বলার ধারাবাহিকতা ধরে রেখেছে বাংলাদেশ প্রতিদিন। পাশাপাশি প্রিন্টমিডিয়ায় নতুনত্ব এনেছে পত্রিকাটি। তিনি বলেন, বাংলাদেশ প্রতিদিন ১২ বছরে পা রেখেছে, ১২ বছর একটি মাইলফলক। সাহসী সাংবাদিকতা ও বৈষম্যহীন সমাজ গড়তে মুখ্য ভূমিকা রেখে চলেছে এ সংবাদপত্র। এদিন সোহেল তাজ তার ইনস্প্যায়ার টিম মেম্বারদের নিয়ে সকাল থেকে সন্ধ্যা অবধি নানা ইভেণ্টে অংশ নেন। বিকালে একটি প্রীতি ক্রিকেট ম্যাচেও অংশ নেন সোহেল তাজ।

এ সময় আরও উপস্থিত ছিলেন, কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি সাবেক এমপি মুহম্মদ শহীদুল্লাহ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উদ্দিন সেলিম, রায়েদ ইউপি চেয়ারম্যান মো. হিরন মোল্লা, কাপাসিয়া উপজেলা যুবলীগের সভাপতি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন প্রধান, সাধারণ সম্পাদক রাজীব ঘোষ, গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তায়েব খান কিশোর, কাপাসিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান মামুন, সাধারণ সম্পাদক আমির হামজাসহ সহস্রাধিক নেতা-কর্মী।

সর্বশেষ খবর