সোমবার, ২২ মার্চ, ২০২১ ০০:০০ টা

রাষ্ট্রীয় কর্মসূচিতে প্রবাসী সরকার উপেক্ষিত

নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্রীয় কর্মসূচিতে প্রবাসী সরকার উপেক্ষিত

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, সুবর্ণজয়ন্তী এবং রাষ্ট্রীয় অনুষ্ঠানে স্বাধীনতার অবিচ্ছেদ্য অংশ মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের ঐতিহাসিক ভূমিকা ও অবদান  উপেক্ষিত হচ্ছে। যে ঐতিহাসিক মুক্তিযুদ্ধের মাধ্যমে এদেশ স্বাধীনতা লাভ করেছে তা পরিচালনার কৃতিত্ব প্রবাসী  সরকারের। এ সরকারের অবদানকে ভুলে যাওয়া নিজের উৎসকে অস্বীকার করার নামান্তর। প্রবাসী সরকারের ঐতিহাসিক ভূমিকাকে অস্বীকার করে রাষ্ট্রীয় অনুষ্ঠান বা বক্তব্য হবে আত্মঘাতী।

গতকাল এক বিবৃতিতে তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে তাজউদ্দীন আহমদের নেতৃত্বে সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা চূড়ান্ত রূপ লাভ করে। মুক্তিযুদ্ধের এই গৌরবময় অধ্যায়কে আড়ালে রেখে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করা হবে সত্য থেকে বিচ্যুতি এবং লাখো শহীদের আত্মত্যাগের মহিমাকে অমর্যাদা করা।

সর্বশেষ খবর