মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১ ০০:০০ টা

সবার নজর এখন সাকিবের দিকে

ক্রীড়া প্রতিবেদক

সবার নজর এখন সাকিবের দিকে

ওয়ানডে ও টি-২০ সিরিজ খেলতে তামিম, মুশফিক, মাহমুদুল্লাহরা এখন নিউজিল্যান্ডে। ক্রিকেটপ্রেমীদের নজর সূদুর নিউজিল্যান্ডে থাকার কথা। কিন্তু বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের বিস্ফোরক সাক্ষাৎকারের পর সবার নজর এখন ‘ইউ টার্ন’ দিয়ে ঘরমুখী। সাক্ষাৎকারে সাকিব জানিয়েছেন, আইপিএল খেলার জন্য যে চিঠি দিয়েছেন বিসিবিকে, সেখানে তিনি কোনোভাবেই লিখেননি টেস্ট খেলতে  আগ্রহী নন। শুধু তাই নয়, তার চিঠি না পড়ে ভুল ব্যাখ্যা দিয়েছেন বিসিবির এক পরিচালক। সাবেক অধিনায়কের এমন মন্তব্যের পর নড়েচড়ে বসে বিসিবি। বোর্ড সভাপতি নাজমুল হাসানের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছেন বিসিবির পরিচালকরা। আজ কালের মধ্যে পরিচালনা পর্ষদের জরুরি সভায় সাকিবের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। হয়তো বাতিল করতে পারে আইপিএলে খেলার অনাপত্তি ছাড়পত্র। এদিকে হঠাৎ করেই কাতার এয়ারওয়েজে রাত ২টায় ঢাকায় আসার কথা সাকিবের। নাম প্রকাশে অনিচ্ছুক জাতীয় দলের সাবেক এক অধিনায়ক বলেন, বিসিবি ও ক্রিকেটারদের মধ্যে দূরত্ব কমাতে হবে। নাহলে অন্য ক্রিকেটারদের উপরও তার প্রভাব পড়বে। সাক্ষাৎকারে বিশ্বসেরা অলরাউন্ডার জানিয়েছেন চিঠিতে তিনি টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি নিতেই আইপিএল খেলতে চাইছেন, ‘বার বার শুধু কথা হচ্ছে, আমি টেস্ট খেলতে চাই না। আমি নিশ্চিত, বিসিবিকে আমি যখন চিঠি দিয়েছি, যারাই বলছে যে, আমি টেস্ট খেলতে চাই না বা টেস্ট খেলব না, তারা চিঠিটা পড়েনি। এটা হচ্ছে একদম বড় কথা। আমি আমার চিঠিতে কোথাও উল্লেখ করিনি যে, আমি টেস্ট খেলতে চাই না। আমি শুধু উল্লেখ করেছি বিশ্বকাপ প্রস্তুতির জন্য এই সময়টাতে আইপিএল খেলতে চাই। এটাই বলেছি।’ চার মাস পর ভারতের মাটিতে টি-২০ বিশ্বকাপ। আইপিএল খেললে প্রস্তুতিটা ভালো হবে সাকিবের, এমন ভাবনা থেকেই তিনি কথাগুলো বলেছেন। কিন্তু বিসিবি তার মন্তব্যের পর কঠোর অবস্থানে যাচ্ছে। আইপিএল খেলার জন্য বিসিবি যে অনাপত্তি (এনওসি) সার্টিফিকেট দিয়েছিল, সেটা নিয়ে নতুন করে ভাববে বলে জানিয়েছে ক্রিকেট বোর্ড। আইপিএল শুরু হবে ৯ এপ্রিল। আইপিএলে তিনি খেলবেন কলকাতা নাইট রাইডার্সে। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলতে টাইগাররা ১২ এপ্রিল শ্রীলঙ্কা যাবে। প্রথম টেস্ট শুরু ২১ এপ্রিল এবং দ্বিতীয় টেস্ট ২৯ এপ্রিল। এই দুটি টেস্ট খেলা থেকে নিজেকে সরিয়ে নিতেই বিসিবির মেইলে চিঠি দিয়েছিলেন সাকিব। অবশ্য দুটি টেস্ট নিয়ে সাকিব আরও বলেন, ‘একটু চিন্তা করলে তাঁরা বুঝতে পারবে, আমি কেন আইপিএলে খেলতে চাইছি। প্রথমত, শ্রীলঙ্কা ট্যুরটা এই সময়ে ছিল না। তাছাড়া দেখেন, আমরা এখন টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলের সবার শেষে আছি। শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কার সঙ্গে খেলা। হয়তো আমরা একটা টেস্ট জিতব, একটা হারব। তাতে কী হবে, ৭/৮ নম্বরে উঠতে পারব বলে তো মনে হয় না।’ বিশ্বসেরা অলরাউন্ডারের দুই দুটি সাক্ষাৎকারের পর একটি বিষয় পরিষ্কার, বিসিবি ও সাকিব পরস্পরের প্রতিপক্ষ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর