বুধবার, ২৪ মার্চ, ২০২১ ০০:০০ টা
শাল্লায় হামলা

রিমান্ড মঞ্জুর ২৯ জনের, গেলেন জাফরুল্লাহ

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের শাল্লায় হিন্দু-অধ্যুষিত গ্রামে হামলা, ভাঙচুর ও লুটপাটের মামলায় গ্রেফতার প্রধান আসামি শহিদুল ইসলাম স্বাধীনসহ (স্বাধীন মেম্বার) ২৯ আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছে আদালত। সুনামগঞ্জ পুলিশের কোর্ট পরিদর্শক সেলিম নেওয়াজ জানান, সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শ্যামকান্ত সিনহা গতকাল দুপুরে মামলার শুনানি শেষে স্বাধীন মেম্বারকে পাঁচ দিন এবং বাকি ২৮ জনকে দুই দিন করে রিমান্ডে রাখার আদেশ দেন।

এদিকে এ ঘটনায় গতকাল সকালে আরও দুজনকে গ্রেফতার করা হয়েছে। শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা              (ওসি) নাজমুল হক বলেন, দিরাই ও শাল্লার বিভিন্ন স্থানে রাতভর অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়। এ নিয়ে দুই মামলায় ৩৫ জনকে গ্রেফতার করা হলো। এ ঘটনা জাতির লজ্জা- ডা. জাফরুল্লাহ : হামলায় ক্ষতিগ্রস্তদের দেখতে গতকাল শাল্লায় এসে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, বঙ্গবন্ধু ছিলেন সবচেয়ে অসাম্প্রদায়িক নেতা। তাঁর জন্মদিনে শাল্লায় হিন্দু মন্দির ও বাড়িঘরে হামলা হলো। এটা জাতি হিসেবে আমাদের লজ্জার। প্রধানমন্ত্রী ঘটনাটিকে কীভাবে নিচ্ছেন জানি না। কিন্তু সেদিন তাঁর দলের কিছু লোক মসজিদের মাইক ব্যবহার করে সংঘবদ্ধ হয়ে যেভাবে হামলা করল তা কোনো সভ্য সমাজে কল্পনা করা যায় না। ডা. জাফরুল্লাহ বলেন, এজন্য কি আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি? খেতে পাই বা না পাই নিরাপদে থাকতে চাই আমরা। মসজিদের মাইক শুধু আজান দেওয়ার কাজে ব্যবহার হবে- এ মর্মে আইন করার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে ডা. জাফরুল্লাহ বলেন, ঘটনার তদন্ত সাত দিনের মধ্যে সম্পন্ন করতে হবে। নোয়াগাঁওয়ে ক্ষতিগ্রস্ত বাড়িঘর দেখার সময় তাঁর সঙ্গে ছিলেন ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকী, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক মহাসচিব নঈম জাহাঙ্গীর ও সিলেট আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমদাদ উল্লাহ শহীদুল ইসলাম প্রমুখ। উল্লেখ্য, ১৫ মার্চ দিরাইয়ে সমাবেশ করে হেফাজতে ইসলাম। সমাবেশের অন্যতম বক্তা মামুনুল হকের সমালোচনা করে পরদিন ফেসবুকে স্ট্যাটাস দেন নোয়াগাঁওয়ের যুবক ঝুমন দাশ আপন। এ স্ট্যাটাসের জেরে হিন্দু-অধ্যুষিত ওই গ্রামটিতে হামলা চালিয়ে ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট করে দুর্বৃত্তরা। এ ঘটনায় ৮০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত দেড় হাজার জনের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর