বুধবার, ২৪ মার্চ, ২০২১ ০০:০০ টা

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বাইডেন ও পুতিনের শুভেচ্ছা

কূটনৈতিক প্রতিবেদক

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বাইডেন ও পুতিনের শুভেচ্ছা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন গতকাল এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, এটা খুবই আনন্দের বিষয় যে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ভিডিও বার্তা দিয়েছেন পৃথিবীর সবচেয়ে ক্ষমতাবান রাষ্ট্রের দুই রাষ্ট্রপ্রধান।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভিডিও বার্তা আমাদের কাছে এসে পৌঁছেছে। ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ভিডিও বার্তা আসছে। অন দ্য ওয়ে। আমরা এগুলো আপনাদের সামনে তুলে ধরব। বাংলাদেশের সুবর্ণজয়ন্তী ও জন্মশতবার্ষিকী উপলক্ষে পাওয়া এসব শুভেচ্ছা বার্তা বাংলাদেশের সঙ্গে বিভিন্ন দেশের সম্পর্কের শক্তিশালী নিদর্শন বলেও উল্লেখ করেন মোমেন। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ করে এই বিশেষ সময়ে যাদের সঙ্গে আমাদের সুসম্পর্ক, অধিকতর শক্তিশালী সম্পর্ক- তাদের কাছ থেকে এসব বার্তা আনার ব্যবস্থা গ্রহণ করেছে। এসব বার্তা বিভিন্ন দেশের সরকারপ্রধান, রাষ্ট্রপ্রধানদের আমাদের প্রতি যে ভালোবাসা তারই নিদর্শন। মোমেন বলেন, ‘আমাদের কাছে অনেক অনেক বার্তা। ২৬ তারিখের মধ্যে আমরা এগুলো প্রকাশ করব। অনেকগুলো আমরা ইতিমধ্যে প্রকাশ করেছি, ভিডিও যেগুলো আসছে আর যাদের ভিডিও আসেনি শুধু মেসেজ এসেছে, সেগুলো আমরা প্রকাশ করব। সময় কিন্তু খুব কম, যে হারে মেসেজ আসছে জানি না শেষ পর্যন্ত কী করতে পারি। ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও পররাষ্ট্র সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর