বুধবার, ২৪ মার্চ, ২০২১ ০০:০০ টা

জনগণকে বাদ দিয়ে সুবর্ণজয়ন্তী পালন

নিজস্ব প্রতিবেদক

জনগণকে বাদ দিয়ে সুবর্ণজয়ন্তী পালন

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা চাই দেশে শান্তি থাকুক ও বিদেশিরা আসুক। কিন্তু সরকার জনগণকে বাদ দিয়ে দেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করছে। তাদের সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের কোনো অবস্থান নেই। গতকাল দুপুরে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেলকে দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি এ মন্তব্য করেন। আগামী ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনের বিষয়ে মির্জা ফখরুল বলেন, আমরা সব সময় দেশি-বিদেশি বন্ধুদের স্বাগত জানাই। সুবর্ণজয়ন্তীতে আমরা তাদের অবশ্যই স্বাগত জানাব। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে, সরকার সুবর্ণজয়ন্তী পালন করছে জনগণকে বাদ দিয়ে। এমনকি রাজনৈতিক দলগুলোর কোনো অবস্থান নেই। শুধু বিদেশি মেহমানদের নিয়ে এসে দেখানো হচ্ছে, বলানো হচ্ছে উন্নয়নের নহর বয়ে যাচ্ছে। বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশের ৫০ বছর হয়েছে। দুর্ভাগ্য হচ্ছে, এখানে সরকার যে পরিস্থিতিতে দেশ চালাচ্ছে এটা কোনোমতেই গণতন্ত্রের জন্য সহায়ক নয়। তারা সংবিধানকে সংরক্ষণ করছে না। এমনকি দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিপন্ন হচ্ছে। এ বিষয়গুলো আমাদের উদ্বিগ্ন করছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর