শুক্রবার, ২৬ মার্চ, ২০২১ ০০:০০ টা

গোপালগঞ্জ ও সাতক্ষীরা স্বাগত জানাতে প্রস্তুত

গোপালগঞ্জ ও সাতক্ষীরা প্রতিনিধি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে স্বাগত জানাতে প্রস্তুত গোপালগঞ্জ ও সাতক্ষীরা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে রাষ্ট্রীয় সফরে আসা নরেন্দ্র মোদি আগামীকাল গোপালগঞ্জ ও সাতক্ষীরা আসবেন। ভারতের প্রধানমন্ত্রী গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধি এবং হিন্দু ধর্মাবলম্বী মতুয়া সম্প্রদায়ের তীর্থস্থান ওড়াকান্দি ঠাকুরবাড়ি পরিদর্শন করবেন। এর আগে সকালে তিনি সাতক্ষীরার সুন্দরবন সংলগ্ন শ্যামনগরের ঈশ্বরীপুর যশোরেশ্বরী কালীমন্দির পরিদর্শন করবেন। নরেন্দ্র মোদির সফর উপলক্ষে গোপালগঞ্জ ও সাতক্ষীরায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। এই দুই জেলায় এখন উৎসবের আমেজ বিরাজ করছে। গোপালগঞ্জ সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন এবং ওড়াকান্দি ঠাকুরবাড়ি হরিমন্দিরে পূজা করবেন। এছাড়া ওড়াকান্দি ঠাকুর পরিবারের সদস্য ও মতুয়া নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে তাঁর। নরেন্দ্র মোদির সফরকে ঘিরে ঠাকুরবাড়িতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি হেলিপ্যাড নির্মাণ, সড়ক নির্মাণ ও সংস্কার, পরিষ্কার-পরিচ্ছন্নতা, বিশ্রামাগার নির্মাণের কাজ প্রায় শেষ। স্থানীয়দের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। সেই মাহেন্দ্রক্ষণের প্রতীক্ষায় আছেন গোপালগঞ্জের মানুষ। ঠাকুরবাড়িতে তিনি শ্রী শ্রী হরিচাঁদ ও গুরুচাঁদ ঠাকুরের হরিমন্দিরে পূজা অর্চনা করে আশীর্বাদ নেবেন। ভারতের রাষ্ট্রপ্রধানের এ সফরকে সফল করতে চলছে নানা আয়োজন ও সাজসজ্জা। এদিকে সাতক্ষীরায় নরেন্দ্র মোদির আগমনকে ঘিরে নিরাপত্তার চাঁদরে ঢাকা হয়েছে গোটা সাতক্ষীরা। আগামীকাল তিনি শ্যামনগরের ঈশ্বরীপুর যশোরেশ্বরী কালীমন্দিরটি পরিদর্শন করবেন। তার আগমনে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। জোরদার করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর টহল। ভারতের প্রধানমন্ত্রীর আগমনে মতুয়া সম্প্রদায়ের তীর্থস্থান হিসেবে পরিচিত ঈশ্বরীপুর কালীমন্দির সংলগ্ন হিন্দু ও মতুয়া সম্প্রদায়ে চলছে উৎসবের আমেজ।

সর্বশেষ খবর